ওমানে সড়ক দুর্ঘটনায় ওসমানীনগরের এক প্রবাসী নিহত হওয়ার সংবাদ পাওয়া গেছে। নিহতের নাম শাহ মুজিবুর রহমান মুজিব (৪৫)। তিনি উপজেলার উসমানপুর ইউনিয়নের পাঁচপাড়া গ্রামের শাহ মনোহর আলীর ছেলে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক ও নিহতের পারিবারিক সুত্রে জানা যায়, গত ২৬ মার্চ মঙ্গলবার সকালে ওমানের সময় সকাল ৭টায় সড়ক পারাপারের সময় এ মর্মান্তিক ঘটনাটি ঘটে। তার লাশ আইনি মাধ্যমে দেশে আনার ব্যবস্থা করা হচ্ছে বলে নিহতের বোনের স্বামী দেওয়ান মাসুম আহমদ জনান। মুজিবুর রহমান পরিবারের সুখের কথা চিন্তা করে ২০১১ সালের দিকে ওমানে চলে যান। মুজিবের মৃত্যুর সংবাদ বাড়িতে পৌছলে এলাকায় শোকের ছায়া নেমে আসে। ২ সন্তান, স্ত্রী ও মা শোকে কাতর হয়ে পড়েছেন।
প্রতিনিধি