বনানীর এফআর টাওয়ারের আগুন লাগার ঘটনায় পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগুন নিয়ন্ত্রণ ও হতাহতদের পাশে দাঁড়াতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন তিনি।বৃহস্পতিবার (২৮ মার্চ) বিকেলে আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এ তথ্য সাংবাদিকদের জানিয়েছেন
তিনি জানান, আগুন নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন। পাশাপাশি পরিস্থিতি সার্বক্ষণিক মনিটরিং করছেন।এর আগে বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে এই আগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।বনানীর এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডে শেষ খবর পাওয়া পর্যন্ত ৭ জন নিহত হয়েছে বলে নিশ্চিত করেছেন পুলিশের গুলশান জোনের এডিসি আব্দুল আহাদ মিয়া।
এছাড়া আহত ৩৭ জন কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, সেখানে একজন মারা গেছেন বলে জানা গেছে।এদিকে বনানীর অগ্নিকাণ্ডে মন ভারাক্রান্ত করে ফেলেছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ। তিনি বলেন, ‘প্রার্থনা করছি যেন এই অগ্নিকাণ্ডে হতাহতের পরিমাণ কম হয় এবং কম হয়।’