Home » মনের মতো কাজ বছরে একটাই যথেষ্ট

মনের মতো কাজ বছরে একটাই যথেষ্ট

চাইলেই নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হওয়া যায়। তবে সেই সিনেমার কোয়ালিটি কতটুকু ভালো বা আমাদের দর্শক সেটা কীভাবে গ্রহণ করবে সেই বিষয়গুলো ভেবেই ছবিতে চুক্তিবদ্ধ হতে চাই আমি। এরইমধ্যে বেশকিছু সিনেমার প্রস্তাব পেয়েছি। তবে মূল বিষয় হচ্ছে ভালো মানের সিনেমা ছাড়া কাজ করতে চাই না। একটা সময় প্রচুর সিনেমায় কাজ করেছি। দর্শক সেগুলো পছন্দও করেছেন। তাই সেই অভিজ্ঞতা থেকে বলতে চাই ভালো মানের ছবি ছাড়া এখন দর্শক সিনেমা হলে যাবেন না। গুণগত মানটা ঠিক রেখে তাই কাজটা করতে চাই।

আমার কাছে মনে হয় মনের মতো কাজ বছরে একটাই যথেষ্ট- কথাগুলো বলছিলেন ঢালিউডের আলোচিত চিত্রনায়িকা অপু বিশ্বাস। বাংলা চলচ্চিত্র নিয়ে সবসময় ভাবেন তিনি। ভালো কাজের সঙ্গে নিজের নামটি বড় পর্দায় জড়িয়ে রাখতে চান। এ বছরের শুরুতে দেবাশীষ বিশ্বাসের ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ টু’ ছবির গানের শুটিং করেন তিনি। এরইমধ্যে ছবিটির বেশকিছু দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে। অপু বিশ্বাস বলেন, এই ইন্ডাস্ট্রিতে দেবাশীষ বিশ্বাসের একটি নাম আছে। সেই সঙ্গে এ ছবিটি বেঙ্গল মাল্টিমিডিয়ার প্রযোজনায় নির্মাণ হচ্ছে। তাই দু’টি শক্তি এখানে জড়িত আছে। এসবের সঙ্গে আমি চেষ্টা করেছি ছবিটির কাজ ভালোভাবে করার। এরইমধ্যে ছবির ডাবিং শেষ করেছি। শুধু দু’টি গানের চিত্রায়ণ বাকি আছে। এ ছবিটিতে নব্বইয়ের দশকে মুক্তি পাওয়া ‘বিয়ের ফুল’ ছবির ‘তোমায় দেখলে মনে হয়, হাজার বছর তোমার সঙ্গে ছিল পরিচয়’ গানটি নতুন করে থাকছে।

নতুন করে গানটি গেয়েছেন ও সংগীতায়োজন করেছেন কলকাতার শিল্পী আকাশ সেন। আশা করছি, সিনেমা হলে দর্শকরা ছবিটি উপভোগ করতে পারবেন। ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ টু’ ছবিতে অপু বিশ্বাসের বিপরীতে এবার নায়ক বাপ্পি চৌধুরীকে দেখা যাবে। এদিকে ‘সুন্দরী নারিকেল তেল’-এর বিজ্ঞাপনচিত্রে মডেল হিসেবে অংশ নিয়েছেন অপু বিশ্বাস। এটি নির্মাণ করেছেন আকাশ আমিন। সামনে এর প্রচার শুরু হবে। অন্যদিকে কলকাতার ‘শর্টকাট’ ছবিটিতে অপুর বিপরীতে অভিনয় করেছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা পরমব্রত ও গৌরব চক্রবর্তী। ছবিটি নিয়ে অপু বিশ্বাস বলেন, কলকাতার ছবিতে কাজ করে ভালো লেগেছে। এতে একটি ভালো গল্প রয়েছে। কলকাতার নির্মাতা সুবীর মণ্ডল এ ছবির কাজ গুছিয়ে করেছেন। ছবির ডাবিং শেষ করলেই সকল কাজ শেষ হবে। বাংলাদেশে সবশেষ গত বছর অপু বিশ্বাস অভিনীত পরিচালক আবদুল মান্নানের ‘পাঙ্কু জামাই’ ছবিটি মুক্তি পায়।

এ ছবিতে অপু বিশ্বাসের বিপরীতে শাকিব খান অভিনয় করেন। বর্তমান সময়ে চলচ্চিত্রের বেশ কয়েকজন নির্মাতা, অভিনেতা-অভিনেত্রী ওয়েব সিরিজ নিয়ে ব্যস্ত সময়  কাটাচ্ছেন। আপনি কেন এখনো ওয়েব সিরিজে কাজ করছেন না? এ প্রসঙ্গে অপু বিশ্বাস বলেন, এরইমধ্যে আমিও কয়েকটি প্রস্তাব পেয়েছি। তবে ওয়েব সিরিজে এখনই কাজ করতে চাই না। আরেকটু দেখতে চাই। কেন যেন মনে হচ্ছে চলচ্চিত্রের সামনের সময়টা আবার ভালো যাবে। এখন অনেক ভালো সিনেমা নির্মাণ হচ্ছে। আবারো দর্শক সিনেমা হলে যাওয়া শুরু করেছে। তবে এখন সিনেমা হলের পরিবেশ উন্নত করাসহ সিনেপ্লেক্সের মতো নতুন সিনেমা হল প্রয়োজন। এগুলো হলে সবকিছু মিলে ভালো মানের সিনেমা দেখা যখন দর্শকরা আবার শুরু করবে তখন চলচ্চিত্রের সুদিন অবশ্যই ফিরে আসবে। ওয়েব সিরিজ নিয়ে তাই খুব একটা ভাবছি না আমি। সামনে দেশ ও দেশের বাইরের বেশকিছু স্টেজ শো নিয়ে কথা চলছে। সব ঠিক থাকলে সেই কাজগুলোও করতে চাই। এই তো।   

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *