সিলেটের সামাজিক সংগঠন সোসাইটি ওয়েলফেয়ার এসোসিয়েশন সিলেটের উদ্যোগে মহান স্বাধীনতা দিবসে বীর শহীদদের শ্রদ্ধা জানিয়ে সকাল সাড়ে ৮টায় এম. সি. কলেজ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করা হয়। সকাল ৯টায় পরে কলেজ প্রাঙ্গনের সমাজবিজ্ঞান বিভাগের স্বাধীনতা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সোসাইটি ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে ও একরাম হোসেন তালুকদারের পরিচালনায় ছিলেন সোসাইটি ওয়েলফেয়ার এসোসিয়েশনের উপদেষ্টা ও বিভাগীয় প্রধান মোহাম্মদ হাবিবুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, তরুণরা চাইলেই সমাজকে বদলে দিতে পারে। আমি আসা করি আগামি দিনে এসব তরুণদের মাধ্যমে আমরা অনেক দুর এগিয়ে যাব। সোসাইটির সকল সদস্যকে বলেন নিজের মন থেকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করে যেতে হবে।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, প্রভাষক অঘ্রাতা সৌরভ, প্রভাষক মো. কবির হোসেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুল বাছিত, ফরহাদ আহমদ, মো. হাসান আহমদ, আসাদুজ্জামান শাওন, মো. কামরুল হাসান, ফরিয়াদ আহমদ, মো. সজিব আহমদ, ইসলাম উদ্দিন, আল আরাফাত, মো. শামীম আহমদ, সোহেল রানা জয়, সেলিম আহমদ, সজিব আহমদ চৌধুরী, জাকির হোসেন শিপু, সেলিনা বেগম, রিমা বেগম, ইসরাত জাহান পলি, মাসুম আহমদ প্রমূখ। বিজ্ঞপ্তি
নির্বাহী সম্পাদক