কক্সবাজারে টেকনাফের নিবন্ধিত নয়াপাড়া রোহিঙ্গা শিবিরের এক রোহিঙ্গা ডাকাতের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম মোহাম্মদ সাদেক (৩৫)। মঙ্গলবার সকাল ৭টার দিকে হ্নীলা ইউনিয়নের নিবন্ধিত নয়াপাড়া রোহিঙ্গা শিবির সংলগ্ন পাহাড়ের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।নিহত সাদেক নয়াপাড়া ক্যাম্পের এইচ ব্লকের মোহাম্মদ জলিলের ছেলে। তার বিরুদ্ধে ডাকাতি, মাদক, অস্ত্র, হত্যা ও অপহরণসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।টেকনাফ নিবন্ধিত নয়াপাড়া রোহিঙ্গা শিবিরের পুলিশ ফাঁড়ির পরিদর্শক আবদুস সালাম বলেন, মঙ্গবার সকালে শিবির সংলগ্ন পাহাড়ের পাশ থেকে গুলিবিদ্ধ অবস্থায় সাদেকের লাশটি উদ্ধার করা হয়েছে। কারা এ ঘটনার সঙ্গে জড়িত খতিয়ে দেখা হচ্ছে। উদ্ধার করা লাশের হাতে ও বুকে বেশ কয়েকটি গুলির চিহ্ন দেখা গেছে। লাশটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার মর্গে পাঠানো হচ্ছে।
প্রতিনিধি