নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন বলেছেন, ‘সন্ত্রাসের ওই ঘটনার প্রতিটি পরতে পরতে তদন্ত হবে। কোনোকিছুই বাদ রাখা যাবে না। কীভাবে এমন ঘটনা চিরতরে বন্ধ করা যায় তা খুঁজে বের করতে হবে আমাদের।’আজ সোমবার ওয়েলিংটনে সাংবাদিকদের এসব কথা বলেন জেসিন্ডা আরডার্ন।নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের মসজিদে হামলায় ৫০ জনের নিহতের ঘটনায় সর্বোচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন। তিনি পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলোর সঙ্গে সঙ্গে একটি রয়্যাল কমিশন গঠনের আদেশ দিয়েছেন।নিউজিল্যান্ডের আইন অনুযায়ী অতিগুরুত্বপূর্ণ কোনো বিষয়ে স্বতন্ত্র ও স্বাধীনভাবে তদন্তে রয়্যাল কমিশন গঠন করা হয়। এর ফলে অধিকতর স্বচ্ছ ও বিস্তারিত একটি প্রতিবেদন পাওয়া যাবে বলে আশা প্রকাশ করেন কিউই প্রধানমন্ত্রী।
এতে সেমি-অটোমেটিক আগ্নেয়াস্ত্রের ব্যবহার ও সামাজিক মাধ্যম কী ভূমিকা রেখেছে তা-ও খতিয়ে দেখা হবে বলে জানান তিনি।গত ১৫ মার্চ অস্ট্রেলিয়ার নাগরিক ব্রেন্টন ট্যারান্ট নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের দুই মসজিদে নির্বিচারে গুলি করেন। এতে ৫০ জন নিহত হয়। নিউজিল্যান্ড পুলিশের হাতে আটক রয়েছেন ট্যারান্ট।টেস্ট সিরিজ খেলার জন্য তখন নিউজিল্যান্ডে ছিল বাংলাদেশ ক্রিকেট দল। ওই দুই মসজিদের একটিতে জুমার নামাজ আদায়ের জন্য রওনা দেন তামিম-মুশফিকরা। কিন্তু মাঝপথে এক নারী তাঁদের সাবধান করে দেন। পরে ক্রিকেটাররা দ্রুত হোটেলে ফিরে যান।
প্রতিনিধি