শুক্রবার বিয়ের কাজটা সেরে ফেলেছেন মুস্তাফিজুর রহমান। কনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের প্রথমবর্ষের ছাত্রী সামিয়া পারভীন শিমু। সম্পর্কে মুস্তাফিজের মামাতো বোন। তা কাটার মাস্টারের বিয়ের দেনমোহর কত ছিল এটা নিয়ে মানুষের মধ্যে একটা আগ্রহ তৈরি হয়েছে।জানা গেছে, শুক্রবার বেলা আড়াইটায় ২৫ জনের মতো বরযাত্রী নিয়ে কনের বাড়ি যান মুস্তাফিজ। এসময় তার গায়ে ছিল জাঁকালো শেরওয়ানি। তবে পরেননি কোনো পাগড়ী। নিজ পায়ে হেঁটে বিয়ের মঞ্চে আসন গ্রহণ করেন তিনি। এরপর নওয়াপাড়া ইউনিয়নের বিবাহ রেজিস্টার আবুল বাশার ৫ লাখ ১ টাকা দেনমোহরে তার ও সামিয়া পারভীন শিমুর বিয়ে পড়ান।পরিবারের লোকজন জানালেন- ‘একেবারে ঘরোয়া পরিবেশে স্বজনদের সঙ্গে নিয়ে প্রাথমিকভাবে শেষ করা হয়েছে এই বিয়ে। এরপর ধুমধাম করে অনুষ্ঠান হবে বিশ্বকাপের পর। তখন জানানো হবে সবাইকে’।
প্রতিনিধি