রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ময়লার ঝুড়ি থেকে ৪৮টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। তবে এ সময় কাউকে আটক করতে পারেনি শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা।গতকাল শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে ৭ নম্বর বোর্ডিং ব্রিজের পাশে পুরুষ বাথরুমের আবর্জনা ফেলার ঝুড়ির ভেতরে সাদা স্কচটেপে মোড়ানো অবস্থায় ওই স্বর্ণের বারগুলো পাওয়া যায়।
আজ শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. সহিদুল ইসলাম।তিনি জানান, গতকাল রাত দেড়টার দিকে গোপন সংবাদে অধিদপ্তরের কর্মকর্তারা ৭ নং বোর্ডিং ব্রিজের পাশে যান। সেখানে পুরুষ বাথরুমের আবর্জনা ফেলার ঝুড়ি থেকে সাদা স্কচটেপে মোড়ানো অবস্থায় নয়টি প্যাকেট পাওয়া যায়। পরবর্তীতে কাস্টমস হাউজের ব্যাগেজ কাউন্টারে এনে বিভিন্ন সংস্থার উপস্থিতিতে স্কচটেপ খুলে তার ভিতরে ৪৮টি স্বর্ণের বার পাওয়া যায়।উদ্ধারকৃত এসব স্বর্ণের বারের ওজন ১৫ কেজি ৭৩৮ গ্রাম। এর দাম আনুমানিক ৭ কোটি ৮৬ লাখ ৯০ হাজার টাকা।উদ্ধারকৃত এসব স্বর্ণের বারের বিষয়ে শুল্ক আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক।
প্রতিনিধি