সেভ দ্যা ন্যাচার অব বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পানি দিবসে সিলেট নগরীতে এক বর্ণাঢ্য র্যালী বের করা হয়েছে। সংগঠনের সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে এ র্যালী বের করা হয়। র্যালিটি নগরীর প্রধান প্রধান প্রড়ক প্রদক্ষিণ শেষে সিলেট কোর্ট পয়েন্টে গিয়ে শেষ হয়।
র্যালীতে উপস্থিত ছিলেন, সিলেট জেলা সেভ দ্যা ন্যাচার অব বাংলাদেশের সভাপতি ইবাদ খান দিনার, সাধারণ সম্পাদক রুবেল আহমদ মাছুম, মহানগর শাখার সভাপতি ইমন ইবনে সম্রাজ, মহানগর ইউনিট নেতা বাবু চৌধুরী, সোহাগ ইবনে অভি, সজিব আহমদ, হৃদয় খান নয়ন, তাজ্জিয়ান আরাফাত জাহিদ, শাহ আলম, শহিদ চৌধুরী ইমন আহমদ, আকাশ খাঁন, জনি আহমদ, শিমুল আহমদ, ইয়াছিন, ফাইয়াজ আহমদ, ইব্রাহিম আলী, শাকিল আহমদ, বাতিন আহমদ, অপু আহমদ, সজিব আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি
নির্বাহী সম্পাদক