Home » একই বিমানের চালক মা-মেয়ে

একই বিমানের চালক মা-মেয়ে

দুজনেই পাইলট। চালাচ্ছেনও একই বিমান। তাদের দুজনের একসঙ্গে ককপিটে তোলা একটি ছবি সামাজিক যোগাযোগের মাধ্যমে বেশ জনপ্রিয় হয়েছে। সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, যুক্তরাষ্ট্রের ডেল্টা এয়ারলাইনস একটি বিমান চালান ওই মা-মেয়ে। ক্যালিফোর্নিয়ার লস এঞ্জেলেস থেকে জর্জিয়ার আটলান্টা পর্যন্ত এই বিমানটি চালিয়েছেন তারা।  এ নিয়ে ডেল্টা এয়ারলাইন্স কর্তৃপক্ষ একটি টুইটও করেছে। সেখানে লেখা হয়, ‘ফ্যামিলি ফ্লাইট ক্রু গোলস’। টুইটটি প্রায় ৪১ হাজার মানুষ লাইক করেছেন এবং ১৬ হাজারের বেশি রিটুইট হয়েছে। সেখানে মা-মেয়ের প্রশংসায় সবাই পঞ্চমুখ।

এদিকে দুই সহ-পাইলটের অনুপ্রেরণামূলক গল্পটি টুইটারে শেয়ার করেন পাইলট এবং এম্ব্রিরিডল অ্যারোনটিকাল ইউনিভার্সিটির চ্যান্সেলর জন আর ওয়াট্রেট। তিনি পোস্টের ক্যাপশনে লেখেন, ‘অসাধারণ এক অভিজ্ঞতা।’ 

ওয়াট্রেট এই ছবিটি শেয়ার করে বলেন, এটি কমবয়সী নারীদের জন্য অনুপ্রেরণা। এটি নিশ্চিতভাবেই বিশ্বের সব নারী পাইলটদের জন্যও অনুপ্রেরণার। 

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *