Home » নাম চূড়ান্তের আগেই সিনেমার আয় ৫৫ কোটি

নাম চূড়ান্তের আগেই সিনেমার আয় ৫৫ কোটি

ভারতের তামিল তারকা বিজয় আর চিত্রনাট্যকার-পরিচালক অ্যাটলি একটি সিনেমায় কাজ করবেন বলে সিদ্ধান্ত চূড়ান্ত। কিন্তু সিনেমার নাম এখনো চূড়ান্ত হয়নি। তবে আগামী ছবিটি এরই মধ্যে আয় করে ফেলেছে ৫৫ কোটি রুপি।চড়া মূল্যে সিনেমাটির স্যাটেলাইট ও ডিজিটাল স্বত্ব কিনে নিয়েছেন সান টিভির কালানিথি মারান। বহুল প্রত্যাশিত এই ছবিটি চলতি বছরের দীপাবলি উৎসবে মুক্তি পাবে।বাণিজ্য বিশ্লেষক শ্রীধর পিল্লাই টুইটারে এ খবর শেয়ার করেছেন।‘থালাপাতি সিক্সটিথ্রি’ প্রযোজনা করছেন কালপাতি এস অঘোরাম। এর সংগীত পরিচালনা করছেন অস্কারবিজয়ী এ আর রহমান।

‘মার্সাল’ ব্লকবাস্টার হওয়ার দুই বছর পর সুপারস্টার বিজয়ের সঙ্গে ফের কাজ করছেন পরিচালক অ্যাটলি কুমার।ছবিটিতে বিজয় ছাড়াও প্রধান চরিত্রে রয়েছেন নয়নতারা, বিবেক, যোগী বাবু ও ড্যানিয়েল বালাজি।‘থালাপাতি সিক্সটিথ্রি’র শুটিং সেট থেকে বেশ কয়েকটি ছবি ও ভিডিও ভাইরাল হয়েছে। উত্তর চেন্নাইয়ে একটি স্থানে নয়নতারা ও বিজয় দুজনকেই দেখা গেছে।গুঞ্জন রয়েছে, ছবিটিতে ফুটবল কোচের ভূমিকায় দেখা যাবে সুপারস্টার বিজয়কে। চেন্নাইয়ের একটি বিশ্ববিদ্যালয়ে বিজয়কে দেখা যাওয়ার পর গুঞ্জন আরো চাউর হয়েছে।এ ছবির মধ্য দিয়ে দ্বিতীয়বারের মতো বিজয়ের সঙ্গে জুটি বাঁধলেন নয়নতারা। এর আগে তাঁরা ‘ভিল্লু’ সিনেমায় স্ক্রিন শেয়ার করেছিলেন। সূত্র : ইন্ডিয়া টুডে

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *