পশ্চিমবঙ্গের বাংলা দৈনিক ‘এই সময়ে’ রোববার প্রকাশিত এক প্রতিবেদনে দাবি করা হয়, আগামী বছরের শুরুতেই সংসার শুরু করছেন সৃজিত-মিথিলা। বিষয়টি নিয়ে সৃজিত মুখার্জির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি খবরটিকে ‘গুঞ্জন’ বলে উড়িয়ে দেন। সৃজিতের নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান থেকে নির্মিতব্য একটি মিউজিক ভিডিওতে মডেল হিসেবে যুক্ত হয়েছেন মিথিলা। গানের শুটিংয়ে বেশ কিছুদিন কলকাতায় কাটিয়েছেন তিনি। গানটির সঙ্গে যুক্ত আছেন সংগীতশিল্পী অর্ণব। সম্পর্কে অর্ণব-মিথিলা মামাতো-ফুফাতো ভাইবোন। গানে মিথিলার সহশিল্পী হিসেবে আছেন ইন্দ্রাশিস রায়, অনিন্দ্য চট্টোপাধ্যায়। মিথিলা কলকাতায় পা রাখার পর সৃজিত তাকে শহর ঘুরে দেখাচ্ছেন বলে জানিয়েছে এই সময়। মিউজিক ভিডিওটির শুটিং শেষ তিনি ঢাকায় ফিরেছেন।
মিথিলার আগে আরেক বাংলাদেশি অভিনেত্রী জয়া আহসানের সঙ্গে সৃজিতের প্রেমের সম্পর্ক ছিল বলে খবর এসেছিল ভারতীয় গণমাধ্যমে।
বার্তা বিভাগ প্রধান