Home » আমরা এখনো এই দেশকে ভালোবাসি:মসজিদের ইমাম

আমরা এখনো এই দেশকে ভালোবাসি:মসজিদের ইমাম

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে সন্ত্রাসী হামলায় আক্রান্ত মসজিদের ইমাম ইব্রাহিম আব্দুল হালিম শনিবার বলেছেন, হামলাসত্ত্বেও নিউজিল্যান্ডের প্রতি মুসলিম সম্প্রদায়ের ভালবাসা কমবে না।এক বন্দুকধারী যখন ক্রাইস্টচার্চের ওই মসজিদে সেমি-অটোমেটিক অস্ত্রের সাহায্যে হামলা চালাচ্ছিল তখন তিনি সেখানে নামাজের ইমামতি করছিলেন।লিনউড মসজিদের ইমাম হালিম বলেন, ‘আমরা এখনো এই দেশকে ভালবাসি।’ তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, চরমপন্থীরা কখনোই আমাদের আত্মবিশ্বাসে ফাটল ধরাতে পারবে না।’দেশটিতে স্থানীয় সময় শুক্রবার বেলা দেড় টা নাগাদ ক্রাইস্টচার্চে দুইটি মসজিদে বন্দুকধারীর হামলায় ৪৯ জনের প্রাণহানি ঘটে। এতে গুরুতর আহত হয়েছেন আরো ৪০ জনের বেশি।দেশটির সংবাদ মাধ্যম হেরাল্ড জানায়, শনিবার ওই সন্দেহভাজন হামলাকারীকে আদালতে হাজির করা হয়। এসময় ২৮ বছর বয়সী ব্রেন্টনের গায়ে সাদা রঙের কয়েদীদের পোশাক ও হাতে হ্যান্ডকাফ পরা ছিল। ওই হামলাকারীর ৫ এপ্রিল পর্যন্ত রিমান্ড মঞ্জুর করেছে দেশটির আদালত।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *