Home » বিশ্বনাথে ৩নং অলংকারী ইউনিয়নে টি-২০ ক্রিকেট লীগের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ

বিশ্বনাথে ৩নং অলংকারী ইউনিয়নে টি-২০ ক্রিকেট লীগের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ


বিশ্বনাথে ৩নং অলংকারী ইউনিয়ন ক্রিকেট ফেডারেশনের উদ্যোগে ৭ম টি-২০ ক্রিকেট লীগের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। সোমবার দুপুর ১২টায় বিশ্বনাথের ঐতিহ্যবাহী পেশকারগাঁও মাঠে এ ফাইনাল খেলা হয়।
ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি রাসেল মিয়ার সভাপতিত্বে ও ক্রীড়া সম্পাদক শামীম ইমন এবং মাহফুজ আহমদের যৌথ পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিশ্বনাথ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মিসবাহ উদ্দিন, প্রধান বক্তার বক্তব্য রাখেন, সিলেট আঞ্চলিক ভাষার বিশিষ্ট নাট্যকার ও গ্রীণ বাংলা ইউটিউব চ্যানেলের ব্যবস্থাপনা পরিচালক বেলাল আহমদ মুরাদ। স্বাগত বক্তব্য রাখেন ৩নং অলংকারী ইউনিয়ন ক্রিকেট ফেডারেশনের উপদেষ্টা মন্ডলীর সদস্য মাসুক আহমদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ৩নং অলংকারী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান লিলু মিয়া, বিশ্বনাথ উপজেলার ভাইস চেয়ারম্যান প্রার্থী ফখরুল ইসলাম, বিশ্বনাথ উপজেলার ভাইস চেয়ারম্যান প্রার্থী আহমেদ নুর, সিলেট জেলা ধারাভাষ্য সংস্থার সাহিত্য সম্পাদক তারেকুর রহমান, সৌদি প্রবাসী গিয়াস উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী লিলু মিয়া, বিশিষ্ট নাট্যকার বিপ্লব এষ, ফাহিম আহমদ, তরুন সমাজসেবক আবিদ হাসান, জমজম কালেকশনের প্রোপ্রাইটার রওশন আহমদ, সৌদি প্রবাসী আলী হোসেন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অনিক অর্জুন, সহ সাধারণ সম্পাদক আলমগীর হোসেন শিপু, সাংগঠনিক সম্পাদক শাহীন মিয়া, অর্থ সম্পাদক তোফায়েল আহমদ রুবেল, সহ ক্রীড়া সম্পাদক ডালিম মিয়া, সহ প্রচার সম্পাদক শাহীন মিয়া, সদস্য তানভীর আহমদ, ইমন জাহিদ, আকবর, মোহাম্মদ আলী ফয়সল, সাহেদ, রমজান, রুবেল, কামরান, মামুন, মারুফ খান, মাছুম প্রমুখ। খেলায় আম্পায়ারের দায়িত্ব পালন করেন মামুন আহমদ ও আলাউদ্দিন।
খেলায় স্বদেশ ক্রিকেট ক্লাব বড়খুরমাকে হারিয়ে চ্যম্পিয়ন হয় সবুজ বাংলা ক্রিকেট ক্লাব। টুর্নামেন্টের সেরা খেলোয়ার স্বদেশ ক্রিকেট ক্লাবের লিমন আহমদ। খেলায় মোট ৩০টি দল অংশগ্রহণ করে। বিজ্ঞপ্তি

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *