মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অগ্নিকান্ডে পুড়ে গেছে ৬টি ব্যবসা প্রতিষ্ঠান। মঙ্গলবার দিবাগত রাত আড়াইটায় এ ঘটনাটি ঘটে। এতে প্রায় ১৫-২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যায়।
প্রত্যক্ষদর্শীসূত্রে জানা যায়, শ্রীমঙ্গল ৩ নং সদর ইউনিয়নের বিষামনী এলাকায় বুধবার দিবাগত রাত আড়াইটায় ভয়াবহ আগুন লেগে ৬টি ব্যবসা প্রতিষ্ঠান মালামালসহ পুড়ে যায়। মুদি দোকানদার আহম্মদ মিয়ার দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন তিনটি মুদি দোকান, একটি গোডাউন, একটি ফার্মেসী ও চায়ের দোকানে ছড়িয়ে পড়ে।
এ ব্যাপারে আগুনে ক্ষতিগ্রস্ত মোস্তফা এন্ড ব্রাদার্স এর স্বত্বাধিকারী মো. মোস্তফা মিয়া বলেন, আগুনের সূত্রপাত হয় আহম্মদ মিয়ার দোকান থেকে। পড়ে আগুন বিল্লাল মিয়ার গোডাউন ও মুদি দোকান, শাহ আলম মিয়ার ফার্মেসী, আলামিনের চায়ের দোকান এবং তারপর আমার দোকানে আগুন ছড়িয়ে পড়ে। এসময় স্থানীয় লোকজন অনেক চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসার পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে বাকী কাজ করেন।
শ্রীমঙ্গল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার আজিজুল হক রাজন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আগুনের সূত্রপাত ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে হয়েছে এবং অগ্নিকান্ডে প্রায় ২০ লাখ টাকার মত ক্ষতি হয়েছে৷
নির্বাহী সম্পাদক