Home » জগন্নাথপুরে মেলার “লাকি কুপন” বিক্রেতার দন্ড : ৮ বান্ডেল টিকেট ধ্বংস

জগন্নাথপুরে মেলার “লাকি কুপন” বিক্রেতার দন্ড : ৮ বান্ডেল টিকেট ধ্বংস


সিলেট :: সুনামগঞ্জের জগন্নাথপুর থানা এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে মেলার লাকি কুপন বিক্রেতাকে দন্ড দিয়েছেন উপজেলা প্রশাসন। মঙ্গলবার সন্ধ্যায় পৌর পয়েন্ট’র ব্রীজ সংলগ্ন এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানের সময় জগন্নাথপুরে চলিত “ মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের” নামে মেলাÍ লাকি কুপন ৮ বান্ডেল ধ্বংস করা হয় বলে জানিয়েছেন জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ ওসি মো. হারুন-অর-রশিদ চৌধুরী।
সূত্র জানায়, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের মেলার লাকি কুপন মেলার বাইরে শহরে বিক্রি করার খবর পেয়ে জগন্নাথপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা ও জগন্নাথপুর সার্কেলের এএসপি মাহবুবুর রহমানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ইজি বাইক দিয়ে অবৈধভাবে লাকি কুপন বিক্রির সময় জয়পুরহাট সদর থানার মো. আকলাজ হোসেন (২৮) কে আটক করা হয়। এ সময় তাকে ২০০ টাকা জরিমানা প্রদান করা হয়। আর ৮ বান্ডেল লাকি কুপন ধ্বংস করা হয়।
সুনামগঞ্জের জেলা প্রশাসক মো. আব্দুল আহাদ জানান, মেলার জন্য অনুমতি দেয়া হয়েছে। তবে কোন কুপন বিক্রির অনুমতি দেয়া হয়নি। আর এ ব্যাপারে ব্যবস্থা নেয় হবে।
সুনামগঞ্জের পুলিশ সুপার বরকতল্লাহ খান জানান, অবৈধভাবে মেলার নামে কুপন বিক্রেতাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *