মৌলভীবাজার জেলার রাজনগরের ২নং উত্তরবাগ ইউনিয়নের সার্বজনীন
দূর্গামন্দিরের উদ্যোগে ষোলপ্রহরব্যাপী শ্রী শ্রী হরিনাম যজ্ঞানুষ্ঠান
আগামী ১৩ মার্চ বুধবার মন্দির প্রাঙ্গনে শুভারম্ভ হবে। ১৩ মার্চ বুধবার
সন্ধ্যা ৬টায় বালাগঞ্জ শীযুক্ত সাগর কৃষ্ণ দাসের পরিবেশনায় শ্রীমদ্ভাবগবত
গীতা পাঠ, মৌলভীবাজার ভীমশীর কৃষ্ণ দাস ব্রজবাসীর যজ্ঞেশ্বর, রাত ৭.০১
মিনিটে হরিনাম যজ্ঞের মঙ্গলঘট স্থাপন, সাড়ে ৭টায় হরিণাম যজ্ঞের শুভ
উদ্বোধন, রাত ৯টা শ্রী মনুলাল সরকার ও স্থানীয় কীর্ত্তণীয়া দলের পরিচালনায়
অধিবাস, ১৪ মার্চ বৃহস্পতিবার দুপুর ২টায় ব্রাহ্ম মুহুর্ত হতে ষোলপ্রহর
ব্যাপী শ্রী শ্রী তারকব্রহ্ম হরিনাম যজ্ঞের শুভারম্ভ। দুপুর ২টায় হরিনাম
যজ্ঞ ও মহাপ্রসাদ বিতরণ, ১৫ মার্চ শুক্রবার হরিনাম যজ্ঞ ও মহাপ্রসাদ বিতরণ।
১৬ মার্চ শনিবার সকাল ১০টায় নগর পরিক্রমা শেষে দধিভান্ড ভঞ্জন ও ধুলিমাখা,
হরিনাম যজ্ঞের সমাপন। পরিবেশনায় থাকবেন বরিশালের চন্দ্রাবলী সম্প্রদায়,
কুমিল্লার অনুরাধা সম্প্র্রদায়, নিকলি কিশোরগঞ্জের নিত্যানন্দ সম্প্রদায়,
চুনারুঘাটের গোপাল সংঘ ও রাজনগরের আশ্রম সম্প্রদায়।
উক্ত ষোলপ্রহর
ব্যপী শ্রী শ্রী হরিনাম যজ্ঞানুষ্ঠানকে সুন্দর ও সাফল্যমন্ডিত যথা সময়ে
উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন সভাপতি শ্রী মনুলাল সরকার ও সাধারণ
সম্পাদক শ্রী সুজিত দাস। বিজ্ঞপ্তি
নির্বাহী সম্পাদক