Home » ভোটের সংখ্যা কম হওয়ার আগাম বার্তা দিলেন নির্বাচন কমিশনার

ভোটের সংখ্যা কম হওয়ার আগাম বার্তা দিলেন নির্বাচন কমিশনার

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী বলেছেন, ‘আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভোটার সংখ্যা কম হতে পারে। কারণ একটি প্রধান দল উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করেনি। সুতরাং ভোটের সংখ্যা কম হওয়টা স্বাভাবিক । প্রার্থী হিসেবে যারা আছেন তারা কোনো দলের তা আমাদের বিবেচ্য বিষয় নয়। একটি ভালো নির্বাচন উপহার দিতে না পারলে ভোটারদের একটি অনাস্থা তৈরি হবে যেটা কারও জন্যই মঙ্গলময় হবে না। আমরা সবাই এই দেশের নাগরিক। আমরা চাই না কোনো প্রার্থী বা ভোটারের যানমালের ক্ষতি হোক।’

বুধবার (৬ মার্চ) সকালে পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে সুনামগঞ্জ জেলা প্রশাসন আয়োজিত বিশেষ আইন-শৃঙ্খলা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি আরো বলেন, ‘আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন প্রশ্নবিদ্ধ হলে এর দায় নির্বাচন কমিশনের ওপর পড়বে। আমরা একটি অবাদ ও সুষ্ঠু নির্বাচন করতে চাই। তাই এই উপজেলা পরিষদ নির্বাচনে কোনো রকমের পক্ষপাতিত্ব করা হলে আমরা মেনে নিব না।’

নির্বাচন কমিশনার বলেন, ‘যেহেতু নির্বাচন কমিশনের পর্যাপ্ত জনবল নেই সেহেতু এই নির্বাচন কার্যক্রম পরিচালনার জন্য আমাদের নির্ভর করতে হয় প্রশাসন, পুলিশ, আইনশৃঙ্খলা বাহিনী ও স্কুল-কলেজের শিক্ষকদের ওপর। সাংবিধানিক এই প্রতিষ্ঠানটি একটি অবাধ, নিরপেক্ষ এবং আইনানুগ নির্বাচন পরিচালনার জন্যই। নির্বাচনের পূর্ব রাতে ভোট বাক্সে ব্যালট ভরে দেয়া এবং ভোটের দিনে ও ভোট গণনার সময় কোনো রকম অনিয়ম হলে আমরা তা সঙ্গে সঙ্গে প্রতিহত করবো। এই ব্যাপারে আমরা জিরো টলারেন্স ঘোষণা করলাম।’

সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদের সভাপতিত্বে সভায় সিভিল সার্জন ডা. আশুতোষ দাস, পুলিশ সুপার মো. বরকতুল্লাহ খান, বিজিবি ২৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মাকসুদুল আলম, র্যাব-৯ এর কোম্পানি কমান্ডার ফয়সল আহমেদ, সিলেট বিভাগ আঞ্চলিক নির্বাচনী কর্মকর্তা ইসরাইল হোসেন, জেলা নির্বাচন কর্মকর্তা মো.মুরাদ আহমেদ উপস্থিত ছিলেন।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *