ভিবিডি সিলেট জেলা শাখার উদ্যোগে স্বেচ্ছাশ্রমে সিলেট নগরীর ৭নং ওয়ার্ডের বনকলাপাড়া দিঘীতে দিনব্যাপী জলধার পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। ৫ মার্চ মঙ্গলবার বিকেল ৩টায় নগরীর বনকলাপাড়াতে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
জাগো ফাউন্ডেশন, ভলেন্টিয়ার ফর বাংলাদেশ, ওয়াটার এইড, কোকাকোলা ও সিলেট সিটি কর্পোরেশনের সহযোগিতায় সিলেট সিটি কর্পোরেশনের কর্মী সহ ভিবিডি সিলেট জেলা শাখার অর্ধশতাধিক স্বেচ্ছাসেবক অংশগ্রহণ করেন।
এতে উপস্থিত ছিলেন, ভিবিডি সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক আহমদ শাহরিয়ার হাসান, এইচ আর আসাদুর রহমান মিলাদ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সদস্য আরিফ, আব্দুর রহমান, আসিফ, শাওন, সানজিদা, জয়া, আয়শা, প্রযুরি, স্বদেশ, কাইয়ুম, শিমুল, ইকবাল, আকাশ প্রমুখ।
ভিবিডি সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক আহমদ শাহরিয়ার হাসান বলেন, পুকুর বা দিঘী পরিস্কার পরিচ্ছন্ন রাখা আমাদের সকলের দায়িত্ব। গ্রীণ সিলেট ও ক্লীন সিলেট গড়ে তুলতে আমাদের সবাইকে দায়িত্ব নিতে হবে। সিলেট শহরকে বাসযোগ্য করতে অবশ্যই আমাদের চারপাশের পরিবেশকে সুন্দর রাখতে হবে। এইচ আর আসাদুর রহমান মিলাদ বলেন, আমরা আজ এখানে এসেছি। আমরা সবার সহযোগিতায় সিলেট নগরীর সহ সারা বাংলাদেশে বিশেষ করে লেক ও পুকুরগুলোকে বাঁচাতে হবে। বিজ্ঞপ্তি
নির্বাহী সম্পাদক