Home » ভারতের গুলিতে ২ সেনা ও ২ বেসামরিক ব্যক্তি নিহত

ভারতের গুলিতে ২ সেনা ও ২ বেসামরিক ব্যক্তি নিহত

কাশ্মীরের সীমান্তের নিয়ন্ত্রণরেখায় (লাইন অব কন্ট্রোল) ভারতীয় সেনাদের গুলিতে শনিবার পাকিস্তানের দুই সেনা ও দুই বেসামরিক ব্যক্তি নিহত হয়েছে। পাকিস্তান সেনাবাহিনীর আন্তঃসংযোগ অধিদপ্তর বা আইএসপিআর এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।বিবৃতিতে বলা হয়েছে, লাইন অব কন্ট্রোলে নাকিয়াল সেক্টরে বেসামরিক লোকদের ওপর ভারতীয় বাহিনীর গুলির জবাব দিতে গিয়ে ওই দুই সেনা প্রাণ হারিয়েছেন। নিহত দুই সেনাসদস্য হলেন হাবিলদার আবদুর রব ও নায়েক খুররম। ভারতের গুলিতে দুই বেসামরিক ব্যক্তি প্রাণ হারানোর পাশাপাশি দুই জন বেসামরিক ব্যক্তি আহত হয়েছে বলে আইএসপিআর জানিয়েছে।

গত ১৪ ফেব্রুয়ারি ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পুলওয়ামায় দেশটির আধা সামরিক বাহিনী সিআরপিএফের গাড়িবহরে আত্মঘাতী হামলায় ৪০ জনের বেশি সদস্য নিহত হওয়ার পর থেকে কাশ্মীর সীমান্তে উত্তেজনা বেড়েছে।ভারতের গণমাধ্যমে বলা হয়েছে, পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন জইশ-ই-মুহাম্মদ এ হামলার দায় স্বীকার করে। ভারত বলছে, জইশ-ই-মুহাম্মদকে পাকিস্তান মদদ দিচ্ছে। তবে পাকিস্তান এ অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছে, খোদ জইশ-ই-মুহাম্মদ এ হামলার সঙ্গে জড়িত থাকার কথা অস্বীকার করেছে। পাকিস্তান ওই হামলায় তাদের জড়িত থাকার প্রমাণ উপস্থাপন করারও দাবি জানিয়েছে। সূত্র : পার্সটুডে

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *