Home » জাতিসংঘে ভারতের বিরুদ্ধে বন ধ্বংসের অভিযোগ দেবে পাকিস্তান

জাতিসংঘে ভারতের বিরুদ্ধে বন ধ্বংসের অভিযোগ দেবে পাকিস্তান

জাতিসংঘে ভারতের বিরুদ্ধে ‘বন-সন্ত্রাসের’ অভিযোগ জানাবে পাকিস্তান। ভারতীয় বিমান বাহিনীর বোমা হামলায় পাকিস্তানের সীমান্তবর্তী বনাঞ্চলের কয়েক ডজন পাইনগাছ ধ্বংস হয়েছে বলে শুক্রবার জলবায়ু পরিবর্তন বিষয়কমন্ত্রী জানান।পাকিস্তানের জলবায়ু পরিবর্তন বিষয়কমন্ত্রী মালিক আমিন আসলাম বলেন, জাতিসংঘে এবং অন্য সংস্থাগুলোতে অভিযোগ তোলার জন্য ক্ষয়ক্ষতি পরিমাপ করা হচ্ছে। বনভূমিতে হামলার ফলে পরিবেশগত ক্ষয়ক্ষতির ওপর ভিত্তি করে সুনির্দিষ্ট অভিযোগ আনা হবে।

‘সেখানে আসলে পরিবেশগত সন্ত্রাস ঘটানো হয়েছে এবং এতে মারাত্মক পরিবেশগত ক্ষতি হয়েছে’, বার্তা সংস্থা রয়টার্সকে বলেন মন্ত্রী।রয়টার্সের দুজন প্রতিবেদক বোমা হামলার শিকার হওয়া ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তাঁরা সেখানে চারটি বড় ধরনের গর্ত দেখতে পেয়েছেন। তাঁরা দেখেছেন, ভারতীয় বোমা হামলায় ১৫টির মতো পাইনগাছ উপড়ে গেছে। গ্রামবাসী সাংবাদিকদের কাছে জঙ্গি নিহতের বিষয়টিও নাকচ করে দিয়েছে।

রয়টার্স জানিয়েছে, জাতিসংঘের সাধারণ অধিবেশন রেজল্যুশন ৪৭/৩৭ অনুযায়ী সংস্থার সদস্য কোনো দেশ সামরিক অজুহাতে পরিবেশগত ধ্বংসাত্মক কিছু ঘটানোকে আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন হিসেবে বিবেচ্য হওয়ার কথা।ভারত ও পাকিস্তানের মধ্যে এরই মধ্যে কূটনৈতিক লড়াই শুরু হয়ে গেছে। দীর্ঘদিন ধরে পাকিস্তান সন্ত্রাসবাদে মদদ দিচ্ছে বলে দোষারোপ করে আসছে নয়াদিল্লি। সম্প্রতি পাকিস্তান ভারতীয় প্রতিনিধিকে পাঠানো দাওয়াতপত্র ফিরিয়ে নিতে ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) ওপর চাপ প্রয়োগ শুরু করেছে। সর্বশেষ তারা জানিয়ে দিয়েছে, ভারতীয় প্রতিনিধি থাকায় পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের ওই বৈঠকে যোগ দিচ্ছেন না পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশি।

গত মঙ্গলবার ভারত সীমান্ত থেকে প্রায় ৪০ কিলোমিটার ভেতরে পাকিস্তানের কাশ্মীরের বালাকোট শহরে বোমা হামলা চালায় বেশ কয়েকটি ভারতীয় যুদ্ধবিমান। ভারত বলছে, ওই হামলায় সন্ত্রাসীদের একটি প্রশিক্ষণ শিবির ধ্বংস করা হয়েছে এবং কয়েকশ জঙ্গিকে হত্যা করা হয়েছে। পাকিস্তান অবশ্য সেখানে জঙ্গি প্রশিক্ষণ শিবির থাকার কথা অস্বীকার করেছে। স্থানীয়রা বলছেন, ভারতীয় হামলায় কেউ নিহত হয়নি, এতে বরং একজন আহত হয়েছে।দীর্ঘদিন পর ভারত-পাকিস্তানের মধ্যকার উত্তেজনাকর পরিস্থিতি নিরসনে এরই মধ্যে যুক্তরাষ্ট্রসহ বিশ্বক্ষমতাধর বেশ কয়েকটি দেশ মধ্যস্থতা করার কথা জানিয়েছে। ১৯৪৭ সালে ব্রিটিশদের কাছ থেকে স্বাধীন হওয়ার পর এ পর্যন্ত চার বার যুদ্ধে জড়িয়েছে প্রতিবেশী দেশ দুটি।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *