Home » দেশে ফিরছেন পাইলট অভিনন্দন

দেশে ফিরছেন পাইলট অভিনন্দন

পাকিস্তানে আটক ভারতীয় উইং কমান্ডার অভিনন্দন কিছুক্ষণের মধ্যেই ভারতে প্রবেশ করবেন। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে তাকে লাহোর থেকে ওয়াগা সীমান্তে আনা হয়।প্রায় আটচল্লিশ ঘণ্টা পর দেশে ফিরতে চলেছেন তিনি। ইতিমধ্যে ভারতের সীমান্ত এলাকায় অভিনন্দনকে বরণ করে নিতে উৎসবের ফোয়ারা শুরু হয়ে গেছে।ভারতের তিন বাহিনীর কর্মকর্তাদের পাশাপাশি সাধারণ মানুষও যোগ দিয়েছেন এই আনন্দ উৎসবে।অভিনন্দনকে ফেরত পেতে সকালেই ওয়াগাহ-আতারি সীমান্তে পৌঁছে গেছেন অভিনন্দনের বাবা-মা।কিন্তু দেশে ফিরেই কি পরিবারের কাছে ফেরত যেতে পারবেন তিনি? বিশেষজ্ঞদের দাবি, শত্রুদেশের হেফাজত থেকে ফিরছেন তিনি।

আর এ কারণে দফায় দফায় জেরার মুখে পড়তে হবে তাকে।ভারতীয় সেনাদের উর্ধ্বতন কর্মকর্তাদের কাছ থেকে ইঙ্গিত মিলেছে যে, দেশে ফিরেই নিজ বাড়িতে যেতে পারবেন না অভিনন্দন। তাকে নেয়া হবে ভারতীয় সেনা গোয়েন্দাদের কাছে।তার শরীরে কোনো মাইক্রোচিপ বসানো হয়েছে কিনা সেজন্য তার শরীর স্ক্যান করা হবে।এছাড়া সে সুস্থ ও স্বাভাবিক রয়েছে কিনা তা জানতে বেশ কিছু ডাক্তারি পরীক্ষা করা হবে তার।এছাড়া মনোবিদের কাছেও নিয়ে যাওয়া হবে অভিনন্দনকে।এছাড়া আটকের পর থেকে তার সঙ্গে কি কি হয়েছে তা জানতে চাওয়া হবে তার কাছে।এর আগে শুক্রবার সকালে ইসলামাবাদ থেকে অভিনন্দনকে লাহোর আনা হয়। যুগান্তর

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *