Home » নতুন কোনো রোহিঙ্গাকে আশ্রয় নয়

নতুন কোনো রোহিঙ্গাকে আশ্রয় নয়

আর কোনো রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া হবে না বলে জাতিসংঘকে সাফ জানিয়ে দিয়েছে বাংলাদেশে।বৃহস্পতিবার বাংলাদেশের পররাষ্ট্র সচিব শহিদুল হক জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে এ কথা জানিয়ে দেন।এতে তিনি বলেন, ‘আমি দুঃখের সঙ্গে নিরাপত্তা পরিষদকে জানাচ্ছি যে, আর কোনো রোহিঙ্গাকে আশ্রয় দেয়ার মতো অবস্থা বাংলাদেশের নেই।’ তিনি একই সঙ্গে  তিনি রোহিঙ্গ ফেরত নিতে মিয়ানমারের অসযোগীতার কথাও জানান।পররাষ্ট্র সচিব বলেন, রোহিঙ্গাদের ফেরত নেয়ার সমঝোতার বিষয়ে দেশটির মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছে। নানা ধরনের প্রতিবন্ধকতা তৈরি করে রোহিঙ্গা ফেরত নেওয়ার বিষয়টি পিছিয়ে নিচ্ছে।পররাষ্ট্রসচিব বলেন, একজন রোহিঙ্গাকেও ফেরত পাঠানো সম্ভব হয়নি কারণ সেখানে তাদের জন্য নিরাপদ পরিবেশ তৈরি হয়নি।

তবে মিয়ানমারের দাবি, গত জানুয়ারি থেকেই তারা রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে প্রস্তুত। তবে রোহিঙ্গারা জানান, নাগরিকত্বের নিশ্চয়তা না পেলে সেখানে যাবেন না তারা।এদিকে জাতিসংঘেরও পর্যবেক্ষণেও বলা হয়েছে মিয়ানমারে এখনও রোহিঙ্গাদের ফিরে যাওয়ার পরিবেশ তৈরি হয়নি।মিয়ানমারের রাখাইনে দেশটির সেনাবাহিনীর অভিযান ও উগ্রবাদী বৌদ্ধদের নির্যাতনে সাত লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয়। প্রায় আঠার মাস ধরে তারা বাংলাদেশেই রয়েছেন।  তাদের ফেরত নিতে বাংলাদেশের সঙ্গে একাধিক সমঝোতা হলেও আজ পর্যন্ত কোন রোহিঙ্গা ফেরত যায়নি।রাখাইনে পুলিশ চৌকিতে রোহিঙ্গা বিদ্রোহীদের কথিত হামলার পাল্টা এ অভিযানকে জাতিসংঘ, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যসহ একাধিক আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন ‘গণহত্যা’বলে অভিহিত করে। যদিও মিয়ানমার এ অভিযোগ অস্বীকার করে আসছে।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *