Home » চলছে নিউজিল্যান্ডের ,বাংলাদেশ খেলা

চলছে নিউজিল্যান্ডের ,বাংলাদেশ খেলা

যে উইকেটে রান তুলতে হাপিত্যেশ করে মরেছে বাংলাদেশি ব্যাটসম্যানরা। সেখানে রানের ফোয়ারা ছোটাচ্ছেন নিউজিল্যান্ড ব্যাটসম্যানরা। দীর্ঘ প্রতীক্ষার পর দুই সেঞ্চুরিয়ান জিত রাভাল-টম লাথামকে ফিরিয়ে দিলেও স্বস্তি নেই টাইগার শিবিরে। যে আসছেন সে-ই রান করছেন। সফরকারীদের নির্বিষ বোলিংয়ে চলছে কিউইদের রানোৎসব।আগের দিনের ৮৬/০ রান নিয়ে দ্বিতীয় দিন ব্যাট করতে নামে নিউজিল্যান্ড। রাভাল ও লাথাম খেলা শুরু করেন।প্রথমদিনের মতো এদিনও বাংলাদেশকে হতাশ করেন তারা। দুর্দান্ত টাইমিং ও রিফ্লেক্সে ক্রিকেটীয় শট খেলা শুরু করেন এ জুটি। স্বচ্ছন্দে এগিয়ে যান তারা। তাতে ব্যাকফুটে চলে যান রাহী, খালেদ, মিরাজরা। পথিমধ্যে টেস্ট ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরি তুলে নেন রাভাল। ১৬৩ বলে ১৬ চারে তিন অংকের ম্যাজিক ফিগার স্পর্শ করেন তিনি। ফিফটি তুলে শতকের পথে ছিলেন লাথাম। ১৭০ বলে ১২ চার ও ২ ছক্কায় তিন অংক স্পর্শ করেন তিনি।প্রথম জুটিতেই লিড নেয় ব্ল্যাক ক্যাপসরা। উদ্বোধনী জুটিতে ২৫৪ রান তোলে তারা। পার্টটাইমার মাহমুদউল্লাহ রিয়াদের বলে খালেদ আহমেদকে ক্যাচ দিয়ে ফেরেন রাভাল। ফেরার আগে ১৯ চার ও ১ ছক্কায় ১৩২ রানের ঝলমলে ইনিংস খেলেন তিনি। এ পথে লাথামের সঙ্গে অনন্য রেকর্ড গড়েন ভারতীয় বংশোদ্ভূত ক্রিকেটার।

বাংলাদেশের বিপক্ষে দেশের হয়ে সেরা উদ্বোধনী জুটি গড়েন তারা। এর আগে টাইগারদের বিপক্ষে কিউদের সেরা ওপেনিং জুটি ছিল ম্যাট হর্ন ও মার্ক রিচার্ডসনের। তারা গড়েন ১০৪ রানের জুটি।পরে কেন উইলিয়ামসনকে নিয়ে জুটি গড়ে তোলেন লাথাম। তাতে রানের চাকা গড়তেই থাকে। এ অবস্থায় হঠাৎই থেমে যান লাথাম। সৌম্য সরকারের বলে মোহাম্মদ মিঠুনের অসাধারণ ক্যাচে পরিণত হন তিনি। সাজঘরের পথ ধরার আগে ১৭ চার ও ৩ ছক্কায় ১৬১ রানের অনিন্দ্যসুন্দর ইনিংস খেলেন তিনি। অবশ্য খানিক বাদেই সৌম্যর এলবিডব্লিউ হয়ে ফেরেন রস টেইলর। তাতে রানের গতি শ্লথ হয়নি। হেনরি নিকোলসকে নিয়ে খেলছেন উইলিয়ামসন।শেষ খবর পর্যন্ত ৩ উইকেটে ৩৫৮ রান করেছে নিউজিল্যান্ড। এখন পর্যন্ত ১২৪ রানের লিড নিয়েছে তারা। ইতিমধ্যে ফিফটি তুলে নিয়েছেন কিউই অধিনায়ক। উইলিয়ামসন ৫১ ও নিকোলস ৪ রান নিয়ে ব্যাট করছেন। প্রথম ইনিংসে ২৩৪ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ১২৬ রানের নান্দনিক ইনিংস খেলেন তামিম ইকবাল। বাকিরা হন চরম ব্যর্থ। ৫ উইকেট নিয়ে সফরকারীদের গুঁড়িয়ে দেন নিল ওয়েগনার।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *