মহান ভাষার মাস উপলক্ষ্যে ন্যাশনাল প্রেস সোসাইটি সিলেট বিভাগীয় কমিটির পক্ষ থেকে বালুচর নতুন বাজারে শিখন প্রকল্পের বে-সরকারি একটি স্কুলে কোমলমতি শিশুদের হাতে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। ২৪ ফেব্রুয়ারি রোববার সকাল সাড়ে ১১টায় সংগঠনের সদস্য শিশুদের হাতে এসব শিক্ষা উপকরণ তুলে দেন। অসহায় শিশুদেরকে পড়ার দিকে উৎসাহিত করার লক্ষ্যে প্রত্যেক শিশুদের হাতে কলম, পেন্সিল, রাবার, সার্পনার ও খাতা দেওয়া হয়।
ন্যাশনাল প্রেস সোসাইটি সিলেট বিভাগীয় কমিটির সভাপতি মো. জুম্মানের সভাপতিত্বে ও প্রচার সম্পাদক মো. আমিনুল ইসলাম আমিনের পরিচালনায় বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী মো. মাজহারুল ইসলাম, শিখন প্রকল্পের শিক্ষিকা মিস লিমা সহ আরো অনেকের উপস্থিতিতে কার্যক্রমটি পরিচালিত হয়। এ কার্যক্রমে প্রায় ৩৫জন শিক্ষার্থীদের মাঝে এসব শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। বিজ্ঞপ্তি
নির্বাহী সম্পাদক