সিলেট সদর উপজেলার ৫নং টুলটিকর ইউনিয়নের ১নং ওয়ার্ড পূর্ব কুশিঘাট এর উদ্যোগে ৭ম পূর্ব কুশিঘাট মিনি নাইট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরুষ্কার বিতরণ সম্পন্ন হয়েছে। ২২ ফেব্রুয়ারী শুক্রবার রাতে হাজী মোহাম্মদ সফিক হাই স্কুল সংলগ্ন মাঠে টুর্নামেন্টের ফাইনাল হয়।
সিলেট সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র ও কাউন্সিলর মো.শাহজাহানের সভাপতিত্বে ও টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি আফজল আহমদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিলেট সিটি কর্পোরেশনের ২৪নং ওয়ার্ড কাউন্সিলর সুহেল আহমদ রিপন। বিশেষ অতিথি ছিলেন ৫নং টুলটিকর ইউনিয়নের চেয়ারম্যান এস, এম আলী হোসেন, যুক্তরাজ্য প্রবাসী বাদশাহ মিয়া, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী সাইফুল ইসলাম, মেম্বার আকবর কবির সায়েম, মহিলা সদস্য আমিনা বেগম, এলাকার মুরব্বী শাহিন আহমদ, মইনুদ্দিন মিয়া, আজারী মিয়া, ফারুক মিয়া, আফাজ উদ্দিন,রিপন আহমদ, গুলজার আহমদ, আব্দুল মুকিত, আনা মিয়া, কাবুল আহমদ, ফুল মিয়া।
অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট জেলা অটো রিক্সা সিএনজি ৭০৭ এর অন্তর্ভুক্ত তামাবিল উপ পরিষদ শাখার সভাপতি লিটন আহমদ, মো.আজিম, শানুর মিয়া, আজিজুল ইসলাম, মাহমদ মিয়া, আনোয়ার মিয়া, টুর্নামেন্ট পরিচালনা কমিটির আফজল আহমদ, আনিস আহমদ, উজ্জ্বল আহমদ, সজল আহমদ, আব্দুস সামাদ, নিমাদ আহমদ, রাসেল আহমদ, আকবর আহমদ, পারেস আহমদ, বাবলু আহমদ, আব্বাস আহমদ, রুমান আহমদ, জুয়েদ আহমদ, রায়হান আহমদ, ফাহাদ আহমদ, আওলাদ আহমদ প্রমুখ। খেলায় প্রথম পুরুস্কার ১টি এল এ ডি টেলিভিশন ও ২য় পুরুস্কার হিসাবে ছিলো ১টি রঙ্গিন টেলিভিশন। ফাইনাল খেলায় ট্রাইব্রেকারে ১-২ গোলে বেস্ট অফ মুন্না ফাইটার্স বিজয়ী হয়।