Home » ১শ কোটি ইউরো বিনিয়োগ করছে ডেইমলার ও বি এমডব্লিউ

১শ কোটি ইউরো বিনিয়োগ করছে ডেইমলার ও বি এমডব্লিউ

জার্মানির বৃহৎ কার উৎপাদক বিএমডব্লিউ ও ডেইমলার চালকবিহীন গাড়ি নির্মাণে ১শ কোটি ইউরোর একটি যৌথ বিনিয়োগ প্রকল্পের ঘোষণা দিয়েছে। এই প্রকল্পের আওতায় রাইড শেয়ারিং এবং স্বচালিত গাড়ির পার্কিং সেবা ব্যবস্থাও তৈরি করা হবে। শেয়ারকাস্ট, ফাইন্যান্সিয়াল টাইমস

কো¤পানিদুটি এই বিনিয়োগ প্রকল্পের মাধ্যমে শুধু গাড়ি উৎপাদনই নয় বরং রাইড শেয়ারিং ব্যবসায়েও নিজেদের অংশগ্রহণ বাড়াতে চাইছে। যার আওতায় প্রতি মিনিট বা মাইলের সেবার বিনিময়ে গ্রাহকদের কাছ থেকে অর্থ নেয়া হবে।

ডেইমলারের শীর্ষ নির্বাহী ডিটার জেটসে বলেন, অন্যান্য সহযোগীদের সঙ্গে বানিজ্যিক স¤পর্ক বৃদ্ধি করে আমরা (রাইড শেয়ারিং) বাজারে নিজেদের অবস্থান সুনিশ্চিত করতে চাই। এই পরিকল্পনা পাঁচধাপে বিভক্ত। স্মার্টফোন ভিত্তিক রূট ম্যানেজমেন্ট ও বুকিং সার্ভিস, ইলেকট্রিক কারের চার্জিং স্টেশন, ট্যাক্সি রাইড সার্ভিস, পার্কিং সার্ভিস এবং কার শেয়ারিং সেবা এই বানিজ্যিক পরিকল্পনার অংশ।

বিএমডব্লিউর শীর্ষ নির্বাহী হ্যারাল্ড ক্রুগার বলেন, এই পাঁচটি সেবাকেই একটি বানিজ্যিক সেবার মধ্যে অন্তর্ভুক্ত করা হবে। তিনি আরো বলেন, নতুন তৈরি ইলেকট্রিক গাড়িগুলো শুধু স্বচালিত হবে তাই নয়, তারা নিজে নিজেই নির্ধারিত স্থানে পার্কিং করতে সক্ষম হবে।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *