Home » ৫ বছরে ২ হাজার তিমি শিকারের অনুমোদন দিল (আইসল্যান্ড)

৫ বছরে ২ হাজার তিমি শিকারের অনুমোদন দিল (আইসল্যান্ড)

আইসল্যান্ডে দুটি তিমি শিকার কোম্পানিকে আগামী ৫ বছরে ২ হাজার তিমিকে নিধনের অনুমোদন দেয়া হয়েছে। যদিও পরিবেশবাদি ও প্রাণিরক্ষা আন্দোলনকারীরা এ নিয়ে ব্যাপক আন্দোলন করে যাচ্ছে তারপরও এধরনের অনুমোদন দেয়া হলো। এক বিবৃতিতে আইসল্যান্ডের মৎস্য ও কৃষি মন্ত্রণালয় জানিয়েছেন বছরে সর্বোচ্চ ২০৯টি ফিন তিমি ও ২১৭টি মিন্ক তিমি শিকার করা যাবে।

দেশটির কর্তৃপক্ষ আরো বলছে ইউনিভার্সিটি অব আইসল্যান্ড ও ম্যারিন রিসার্চ ইন্সটিটিউটের গবেষণায় দেখা গেছে এ হারে তিমি শিকার করলে তাতে কোনো ভারসাম্য বিনষ্ট হবে না। বরং তিমির বংশবৃদ্ধি টেকসই অবস্থানেই থাকবে। আইসল্যান্ডের সমুদ্র সীমায় অসংখ্য তিমির বাস। তবে আন্তর্জাতিক আইন মেনেই দেশটিতে তিমি শিকারের সুযোগ দেয়া হয়। কিন্তু আইসল্যান্ড এনভায়রনমেন্ট এ্যাসোসিয়েশন এধরনের তিমি শিকারের অনুমোদনের ব্যাপক সমালোচনা করছে। এছাড়া তিমি ও ডলফিন রক্ষা প্রতিষ্ঠান ডব্লিউডিসি বলছে, তিমি শিকার আইসল্যান্ডের জন্যে খুব বেশিদিন অর্থনৈতিকভাবে লাভজনক থাকবে না। আর তিমির মাংস পছন্দ করেন বেশিরভাগ পর্যটকরা।

বছরে তিমি শিকারে আইসল্যান্ডের অর্থনীতিতে যোগ হয় প্রায় সাড়ে ১৩ মিলিয়ন ডলার। সিএনএন

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *