মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও ভাষা শহীদদের স্মরণে জামেয়া দারুল উলুম সিলেটের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২১ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল ১১ টায় জামেয়া ক্যাম্পাসে আল-ফাতাহ ছাত্র সংসদের উদ্যোগে এ সভা হয়।
শাখা সভাপতি হাফিজ মাওলানা আব্দুল হাইর সভাপতিত্বে ও জামেয়ার সহকারী শিক্ষা সচিব হাফিজ মাওলানা খলিলুল্লাহ মাহবুবের পরিচালনা প্রধান অতিথির বক্তব্য রাখেন জামেয়ার মুহতামিম মাওলানা আব্দুল মালিক চৌধুরী।
অন্যান্যের উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন জামেয়ার সিনিয়র উস্তাদ মুফতি আলতাফুর রহমান, শিক্ষা সচিব মাওলানা এম. বেলাল আহমদ চৌধুরী, মাওলানা শফীউল্লাহ, হাফিজ মাওলানা শামসুজ্জামান, মাওলানা সদরুল আমিন চৌধুরী, মাওলানা বজলুর রহমান সোহান, মাওলানা জহিরুল ইসলাম চৌধুরী আলবাব, মাওলানা তামিম আহমদ চৌধুরী, হাফিজ নুরুল হুদা, আসাদ আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি
নির্বাহী সম্পাদক