Home » এসএসসির ভূয়া প্রশ্নফাঁস ৪ সদস্য গ্রেপ্তার

এসএসসির ভূয়া প্রশ্নফাঁস ৪ সদস্য গ্রেপ্তার

২০১৯ সালের এসএসসি পরীক্ষার ভূয়া প্রশ্নপত্র ফাঁস চক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা (ডিবি) উত্তর বিভাগের একটি দল। রাজধানীর ফকিরাপুল এলাকা থেকে গ্রেপ্তারকৃত ব্যক্তিরা বিভিন্ন পরীক্ষার মার্কশিট ও পরীক্ষার ফলাফল পরিবর্তনের আশ্বাস দিতে শিক্ষার্থীদের কাছে থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নিত বলেও জানিয়েছে পুলিশ।আজ বুধবার ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. আবদুল বাতেন।

আবদুল বাতেন জানান, গ্রেপ্তারকৃতরা হলেন- মো. আব্দুল্লাহ ফাহিম, মো. শামীম আহমেদ, মো. সোহেল রানা ও মো. নবীন আলী। এ সময় তাদের হেফাজত থেকে ১টি ল্যাপটপ, ৫টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গতকাল ১৯ ফেব্রুয়ারি ফকিরাপুল এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারের বর্ণনায় ডিবির এই কর্মকর্তা বলেন, ‘চলমান এসএসসি পরীক্ষাসহ যেকোনো পাবলিক পরীক্ষার আগে ও সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতারক চক্র সক্রিয় থাকে। গত ১৯ ফেব্রুয়ারি উপ-পুলিশ কমিশনার (গোয়েন্দা উত্তর বিভাগ) মশিউর রহমান  সোশ্যাল মিডিয়া মনিটরিংকালে জানতে পারেন যে, এসএসসি ২০১৯ প্রশ্নপত্র ফাঁসকারী একটি চক্র দেশের বিভিন্ন জেলা থেকে এসে ঢাকায় মিলিত হবে। এ বিষয়ে টিম লিডার বিমান বন্দর জোনাল উত্তর বিভাগকে দ্রুত ব্যবস্থা নিতে বলেন। এমন নির্দেশ পেয়ে টিম লিডার, বিমান বন্দর জোনাল টিম সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ রাজধানীর মতিঝিল থানা এলাকার বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে ফকিরাপুল হোটেল জোনাকীর (আবাসিক) এর সামনে হতে এসএসসি ২০১৯ প্রশ্ন ফাঁস চক্রের চার সদস্যকে ল্যাপটপ, মোবাইল ফোনসহ গ্রেপ্তার করেন।’

অতিরিক্ত পুলিশ কমিশনার আরও বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেপ্তারকৃতরা এসএসসি পরীক্ষা, বিভিন্ন নিয়োগ পরীক্ষা, মেডিকেল ও বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ভূয়া প্রশ্নপত্র ফাঁস করত। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের পেজের ফলোয়ারদের পড়াশোনা নিয়ে বিভিন্ন টিপস্ ও উপকরণ সরবরাহ করে বিশ্বাস অর্জন করত। এছাড়াও বিভিন্ন পরীক্ষার মার্কশিট ও পরীক্ষার ফলাফল পরিবর্তনের আশ্বাস নিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নিত। তারা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম Imo, Youtube, Messenger, Group Messenger, Facebook, What’s up ব্যবহার করে SSC all Board, SSC all Board 2nd, SSC all Board 4th, SSC all Board 6th, Result change bd, Porasuna Tips মাধ্যমে ভূয়া প্রশ্নপত্র ফাঁস করে থাকে।’ তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রতিটি গ্রুপের সদস্য সংখ্যা ৩০০ হতে ৫০০ এর অধিক। তারা পরিকল্পনার অংশ হিসেবে গ্রুপের সদস্যদের মোবাইল নম্বর সংগ্রহ করে পরীক্ষার্থী ও অভিভাকদের সঙ্গে যোগাযোগ স্থাপন করে। এরপরে গ্রুপের সদস্যদের চাহিদা মোতাবেক ভূয়া প্রশ্নপত্র সরবরাহ করে বিকাশের মাধ্যমে ৫০০ থেকে ৩০ হাজার টাকা হাতিয়ে নেয় বলেও জানান তিনি।গ্রেপ্তারকৃত আব্দুল্লাহ ফাহিম ২০১৮ সালেও প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে একবার র‌্যাবের হাতে গ্রেপ্তার হয়েছিল। এ সংক্রান্তে মতিঝিল থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলেও জানায় ডিবি পুলিশ। 

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *