Home » অন্ধকার জগত

অন্ধকার জগত

বদিউল আলম খোকন পরিচালিত ছবি ‘অন্ধকার জগত’ ২২ ফেব্রুয়ারি দেশের ৮০টি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। গতকাল শনিবার বিএফডিসির ৮ নম্বর স্টুডিওতে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন ছবির প্রযোজক ও অভিনেতা ডি এ তায়েব। এর আগে ছবিটির বিশেষ প্রদর্শনী হয়। অন্ধকার জগত ছবির শিল্পী–কুশলীদের সঙ্গে ছবিটি উপভোগ করেন বাংলাদেশ পুলিশের উপমহাপরিদর্শক হাবিবুর রহমান, এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমান, নায়ক শাকিব খান, পুলিশ সুপার দেওয়ান লালন আহমেদ প্রমুখ।

ডি এ তায়েব বলেন, ‘সন্ত্রাসজগতের গল্প নিয়ে ছবির কাহিনি। এর মধ্যে মানবতার গল্পও আছে। ছবিটি নিয়ে প্রেক্ষাগৃহের মালিকদের আগ্রহ আছে। চাইলে ১০০ প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি দিতে পারতাম। আপাতত ৮০ টিতে দিচ্ছি।’

বিশেষ প্রদর্শনী শেষে শাকিব খান বলেন, ‘বদিউল আলম খোকন ভালো নির্মাতা। “সোনাবন্ধু” ছবি মুক্তির অনেক দিন পর তায়েব ভাইয়ের ছবি মুক্তি পাচ্ছে। যতটুকু দেখলাম, ভালো লেগেছে। চলচ্চিত্রে তায়েব ভাইয়ের পাশে সব সময় আছি আমি।’

‘অন্ধকার জগত’ ছবিতে আরও অভিনয় করেছেন মাহিয়া মাহি, মিশা সওদাগর, আনোয়ারা, আলেকজান্ডার বোঁ, মৌমিতা মৌ প্রমুখ।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *