Home » মিসের মহড়ায় বার্সার ত্রাতা মেসি

মিসের মহড়ায় বার্সার ত্রাতা মেসি

ইনজুরি কাটিয়ে ফিরলেন ঠিকই কিন্তু ঠিক যেন লিওনেল মেসিকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তার ছাপ পড়ল দলে। যেন জিততেই ভুলে গেছে বার্সেলোনা। স্প্যানিশ লা লিগায় ভালেন্সিয়া ও অ্যাথলেটিক বিলবাওয়ের সঙ্গে ড্র করার মাঝে গত ৬ ফেব্রুয়ারি কোপা দেল রে সেমি-ফাইনালের প্রথম লেগে রিয়াল মাদ্রিদের সঙ্গেও ১-১ ড্র গোলে করেছিল কাতালান জায়ান্টরা।

টানা তিন ড্রয়ের পর অবশেষে জয়ের দেখা পেয়েছে বার্সেলোনা। সেই লা লিগায় লিওনেল মেসির গোলে রিয়াল ভেলাদোলিদকে হারিয়েছে আরনেস্তে ভালভার্দের দল। ক্যাম্প ন্যু’য়ে শনিবার রাতে ১-০ গোলে জেতে বর্তমান লিগ চ্যাম্পিয়নরা।

দ্বিতীয়ার্ধে মেসি ও লুইস সুয়ারেজ অনেকগুলো সুযোগ নষ্ট না করলে ব্যবধান বাড়তে পারতো। রেফারির সঙ্গে তর্ক করে হলুদ কার্ড দেখা বার্সেলোনা অধিনায়ক শেষ দিকে পেনাল্টি থেকেও গোল করতে ব্যর্থ হন।

সুযোগ মিসের মহড়ায় ৪৩তম মিনিটে কাঙ্ক্ষিত গোলের দেখা পেয়ে যায় স্বাগতিকরা। স্পট কিক থেকে দলকে গোল এনে দিতে ভুল করেন নি মেসি।

তবে রেফারির পেনাল্টির সিদ্ধান্তটি নিয়ে অবশ্য প্রশ্ন উঠতে পারে। ভিডিও রিপ্লেতে দেখা যায়, তার কাঁধে হাত ঠিকই ছিল খেলাদোলিদ মিডফিল্ডার মিচেলের, তবে যেন খুব সহজেই পড়ে যান জেরার্দ পিকে। প্রতিবাদ জানায় অতিথি খেলোয়াড়রা; তবে ভিএআরের সাহায্য নেননি রেফারি। 

আসরে এই নিয়ে সর্বোচ্চ ২২ গোল করলেন মেসি। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে তার গোল হলো ৩০টি। টানা ১১ মৌসুমে কমপক্ষে ৩০টি করে গোল করার কীর্তি গড়লেন আর্জেন্টাইন তারকা।

বাড়তে পারতো এই সংখ্যাটিও। তবে দেম্বেলের বদলি নামা ফিলিপে কুতিনহো ৮৪তম মিনিটে ডি-বক্সে ফাউলের শিকার হলে আবারও পেনাল্টি পায় বার্সেলোনা। কিন্তু এ যাত্রায় মেসির স্পট কিক ঠেকিয়ে দেন ম্যাচ জুড়ে দুর্দান্ত খেলা ভেলাদোলিদ গোলরক্ষক মাসিপ।

বাকি সময়ে উরুগুয়ের স্ট্রাইকার সুয়ারেজ আরও দুইবার ডি-বক্সে ফাঁকায় বল পেয়ে ব্যর্থ হলে ব্যবধান আর বাড়েনি।

২৪ ম্যাচে ১৬ জয় ও ছয় ড্রয়ে শীর্ষে থাকা বার্সেলোনার পয়েন্ট ৫৪।

দিনের অন্য ম্যাচে রায়ো ভলক্যানোর মাঠে ১-০ গোলের জয়ে ৪৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে অ্যাটলেটিকো মাদ্রিদ। এক ম্যাচ কম খেলা রিয়াল মাদ্রিদ ৪৫ পয়েন্ট নিয়ে নেমে গেছে তৃতীয় স্থানে।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *