ইউয়েফা চ্যাম্পিয়ন্স লীগে এবারই প্রথম ভিএআর (ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি) প্রযুক্তি ব্যবহৃত হচ্ছে। শেষ ষোলো রাউন্ড থেকে এর পথচলা শুরু। আর নকআউট পর্বে টানা তিনবারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদের প্রথম ম্যাচেই বিতর্কের জন্ম দেয় ভিএআর। বুধবার আয়াক্স আমস্টারডামের মাঠে শেষ ষোলো রাউন্ডের প্রথম লেগে ২-১ গোলের কষ্টার্জিত জয় পায় রিয়াল। তিনটি গোলই হয় ম্যাচের দ্বিতীয়ার্ধে। করিম বেনজেমার গোলে প্রথমে লিড নেয়ার পর শেষদিকে জয়সূচক গোল করেন ইনজুরি থেকে ফেরা মার্কো আসেনসিও। কিন্তু ইয়োহান ক্রুইফ অ্যারেনায় প্রথমার্ধেই এগিয়ে যেতে পারতো আয়াক্স। ম্যাচের ৩৭ মিনিটে হেডে রিয়ালের জালে বল পাঠান আর্জেন্টাইন লেফটব্যাক নিকোলাস টাগলিয়াফিকো।
কিন্তু ভিএআর রিপ্লেতে গোল বঞ্চিত হয় আয়াক্স। মিডফিল্ডার দুসান টাডিচ অফসাইড পজিশনে দাঁড়িয়ে রিয়াল গোলরক্ষক থিবো কুরতোয়াকে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় গোল বাতিল করেন রেফারি। আর নিজ মাঠে ভালো খেলেও শেষ পর্যন্ত হারের হতাশায় ডোবে আয়াক্স। তবে দারুণ পারফরম্যান্সে ম্যাচ সেরা হন আয়াক্সের ‘নাম্বার টেন’ টাডিচই। প্রতিযোগিতায় আয়াক্সের বিপক্ষে এ নিয়ে টানা ৭ ম্যাচ জিতলো রিয়াল মাদ্রিদ। ম্যাচের ৬০ মিনিটে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়াস জুনিয়রের পাস থেকে রিয়ালকে লিড এনে দেন বেনজেমা। এর মধ্য দিয়ে চ্যাম্পিয়ন্স লীগে ৬০তম গোলের মাইলফলক স্পর্শ করেন এই ফরাসি স্ট্রাইকার।
প্রতিযোগিতায় সর্বকালের সর্বোচ্চ গোলদাতার তালিকায় বেনজেমার অবস্থান চতুর্থ। সামনে রয়েছেন যথাক্রমে রাউল গঞ্জালেস (৭১), লিওনেল মেসি (১০৬) ও ক্রিস্টিয়ানো রোনালদো (১২১)। বেনজেমার গোলের ১৫ মিনিট পরই সমতায় ফেরে আয়াক্স। গোল করেন মরক্কান মিডফিল্ডার হাকিম জিয়েখ। আর ৮৭ মিনিটে দানি কারবাহালের ক্রস থেকে স্কোরলাইন ২-১ করেন বেনজেমার বদলি হিসেবে নামা আসেনসিও। নিজ মাঠে দারুণ কিছু গোলের সুযোগ মিস করে আয়াক্স।
প্রথমার্ধে টাডিচের শট লাগে পোস্টে। আর জিয়েখের গোলের কারিগর ডেভিড নেরেস কুরতোয়াকে একা পেয়েও সরাসরি গ্লাভসে শট নেন। আর ইনজুরি সময়ে হার এড়ানোর বড় সুযোগ হাতছাড়া করেন তরুণ ডেনিশ ফরোয়ার্ড ক্যাসপার ডোলবার্গ। ডি-বক্সের মধ্যে শট নেয়ার সময় ডোলবার্গ স্লিপ খেয়ে পড়ে গেলে রক্ষা পান কুরতোয়া। পুরো ম্যাচে আয়াক্স ও রিয়াল দু’দলই সমান ৫০% বল দখলে রাখে। প্রথমার্ধে রিয়ালের গোলমুখে ১১টি শট নেয় আয়াক্স। চ্যাম্পিয়ন্স লীগের এবারের আসরে আরো কোনো প্রতিপক্ষের বিপক্ষে এমন অভিজ্ঞতা হয়নি রিয়ালের। আগামী ৫ই মার্চ শেষ ষোলো রাউন্ডের দ্বিতীয় লেগ মাঠে গড়াবে।
প্রতিনিধি