শুদ্ধবার্তাটোয়েন্টিফোরডটকম : টানা সাত বছর আইপিএলে শাহরুখ খানের নাইটরাইডার্সে খেলার পর এবারের আসরে তার দলে জায়গা হয়নি বাংলাদেশের তারকা ক্রিকেটার বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের। এবার তাকে দলে ভিড়িয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। এই দলেই সাকিবের হাতে দেখা যেতে পারে নেতৃত্বের ব্যাটন।
আজ বুধবার এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম এবেলা জানিয়েছে, গত সাত বছর ধরে কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে আইপিএল মাতিয়েছেন সাকিব। এবার নিলামে বিশ্বসেরা অলরাউন্ডারকে নিয়ে নেয় হায়দরাবাদ। ভুবনেশ্বর, মনীষ পান্ডে, শিখর ধাওয়ান, ঋদ্ধিমান সাহা, ইউসুফ পাঠানের মতো ভারতীয় ক্রিকেটার থাকলেও নেতা হওয়ার দৌঁড়ে সাকিব আল হাসান বাকিদের থেকে অনেকটাই এগিয়ে। অভিজ্ঞতার নিরিখে শেষমেশ যদি সাকিবের হাতে নেতৃত্বের আর্মব্যান্ড ওঠে তাহলেও বিস্মিত হওয়ার কিছু থাকবে না।
এদিকে, সানরাইজার্সে নেতা হওয়ার দৌড়ে সাকিবকে কড়া চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন। হায়দরাবাদের নেতা হিসেবে দলকে শেষে কে নেতৃত্ব দেন, সেটাই এখন দেখার।
বল বিকৃতি কারে জেরে ইতিমধ্যে রাজস্থানের নেতৃত্ব ছেড়েছেন স্টিভ স্মিথ। ডেভিড ওয়ার্নারও হায়দরাবাদের নেতৃত্ব হারিয়েছেন। সূত্র: এবেলা
নির্বাহী সম্পাদক