সিলেট মহানগরীর মটর সাইকেল পার্টস ব্যবসায়ী এসোসিয়েশনের উদ্যোগে এক মতিবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১০ ফেব্রুয়ারী রাতে সিলেট নগরীর জিন্দাবাজারস্থ অস্থায়ী কার্যালয়ে এ সভা হয়।
সিলেট মহানগরীর মটর সাইকেল পার্টস ব্যবসায়ী এসোসিয়েশনের আহ্বায়ক কমিটির সদস্য মনসুর আহমদের সভাপতিত্বে ও সদস্য সচিব সাজুওয়ান আহমদের পরিচালনায় বক্তব্য রাখেন, সংগঠনের সদস্য আব্দুল্লাহ জিয়া, এনামুল হক এনাম, মো. আতাহার আলী, কোষাধ্যক্ষ মো. নুরুল হক, মো. কামরান হোসেন, তাজুল ইসলাম।
সভায় বক্তারা বলেন, জিন্দাবাজার পয়েন্ট থেকে বন্দরগামি রাস্তায় ডিভাইডার স্থাপনের ফলে জনসাধারণে ব্যাপক ক্ষতি সাধন হচ্ছে। ডিভাইডার থাকার ফলে ফুটপাতের ব্যবসায়ীরা ট্রাফিক পুলিশ পয়েন্টে বসে ব্যবসা করে আসছে। এতে করে সাধারণ মার্কেট ব্যবসায়ীদের ব্যবসায়ে অনেক লোকসান হচ্ছে। এটা থাকার কারনে অনেক সময় যানজটের সৃষ্টি হয়। অনেকে এটিকে গাড়ি পার্কিং হিসেবেও ব্যবহার করে আসছেন। সিলেটের প্রাণকেন্দ্র জিন্দাবাজার রয়েছে অনেক স্বনামধন্য স্কুল। এ ডিভাইটারের ফলে স্কুলের শিক্ষার্থীরা সময়মতো স্কুলে পৌছতে পারছে না। সিলেটের সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের কথা চিন্তা করে জিন্দাবাজার থেকে ডিভাইডার সরানোর জন্য সরকারের উর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। বিজ্ঞপ্তি
নির্বাহী সম্পাদক