Home » সিলেটে মণ্ডপে মণ্ডপে চলছে বিদ্যা দেবীর আরাধনা

সিলেটে মণ্ডপে মণ্ডপে চলছে বিদ্যা দেবীর আরাধনা

বছর ঘুরে আবারো এসেছেন বিদ্যা, বাণী আর সুরের দেবী সরস্বতী। সারাদেশের মতো সিলেটেরও পূজা মণ্ডপ ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে চলছে তারই আরাধনা। সকাল থেকে নানা আচারে পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়। বাণী অর্চনাসহ নানা ধর্মীয় অনুষ্ঠান চলবে দিন জুড়ে।

সিলটের মুরারিচাঁদ (এমসি) কলেজ,সিলেট সরকারি কলেজ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, মদনমোহন কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজ, সরকারি মহিলা কলেজসহ বিভিন্ন মণ্ডপে সকাল থেকে পূজারীরা ভিড় করতে শুরু করেন। সনাতন ধর্মাবলম্বীদের মতে দেবী সরস্বতী সত্য, ন্যায় ও জ্ঞানালোকের প্রতীক। বিদ্যা, বাণী ও সুরের অধিষ্ঠাত্রী।

পূজা ছাড়াও পুষ্পাঞ্জলি প্রদান, প্রসাদ বিতরণ, ধর্মীয় আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, সন্ধ্যা আরতি, আলোকসজ্জার আয়োজন করা হয়েছে মণ্ডপগুলোতে।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো. জেদান আল মুসা জানান, পূজা উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। তবে সকাল থেকে আনন্দ উৎসবে সরস্বতী পূজা অনুষ্ঠিত হচ্ছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *