Home » ঝুলন্ত ব্রীজটি কবে সংস্কার হবে?

ঝুলন্ত ব্রীজটি কবে সংস্কার হবে?

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার মধ্য গড্ডিমারী গ্রামে সতী নদীর উপর নির্মিত ব্রীজটি ২০১৫ সালের বন্যায় ভেঙ্গে গেছে। ব্রীজটির সংযোগ রাস্তার দু’ধার ভেঙ্গে যাওয়ায় উহা ঝুলন্ত ব্রীজে পরিনত হয়।

ফলে এলাকার লোকজনের যাতায়াতে ভোগান্তি বাড়ে। ব্রীজটি সংস্কার প্রয়োজন। স্থানীয় লোকজনকে দুই হতে তিন কিলোমিটার ঘুরে গড্ডিমারী উচ্চ বিদ্যালয়, নয়ার হাট ও উপজেলা শহর হাতীবান্ধায় যেতে হয় দাবী স্থানীয়দের। এতে তাদের চরম দুর্ভোগ ও ভোগান্তির কথাও জানান তারা। ব্রীজটি সংস্কার হলে যাতায়াতের সুবিধাসহ ভোগান্তি লাঘব হবে ।

স্থানীয়দের।শনিবার সকালে গিয়ে এমন দৃশ্য চোখে পড়ে এবং স্থানীয়দের সঙ্গে কথা বললে তারা তাদের ভোগান্তি ও ব্রীজটি সংস্কারের দাবী জানান।

গড্ডিমারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আতিয়ার রহমান বলেন, ব্রীজটি সংস্কার করার জন্য উপজেলা প্রকৌশলীসহ উর্ধোতন কর্তৃপক্ষের নিকট আবেদন করা হয়েছে।উপজেলা প্রকৌশলী অজয় কুমার সরকার বলেন, এ বিষয়ে আবেদন করা হয়েছে। কিন্তু এখন পর্যন্ত বরাদ্দ আসেনি

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *