চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার মোক্তারপুর গ্রামে গভীর রাতে প্রেমিকার ডাকে সাড়া দিয়ে প্রেমিক গ্যাড়াকলে পড়ে বেধড়ক মারপিটের স্বীকার হয়েছে প্রেমিক।
জানা গেছে, মুক্তারপুর গ্রামের মোল্লা বাজার পাড়ার ফকির মাহমুদের দশম শ্রেনীর ছাত্রীর সাথে প্রেম সম্পর্ক গড়ে উঠে দবির(চাঁন্দু) এর ছেলে কাঠমিস্ত্রি পারভেজের সাথে।
দীর্ঘদিন ধরে তারা শ্যামলীর বাড়িতে গোপন অভিসারে মিলিত হতো। গত শুত্রবার রাত আনুমানিক ১২ টার দিকে পারভেজকে ফোন করে বাড়িতে ডাকে শ্যামলী। বিষয়টি তার পরিবার জানতে পেরে দুজনকে ধরে ফেলে ও পারভেজকে বেধড়ক মারপিট করে।এ বিষয়ে জানতে শ্যামলীর ও তার পরিবারের লোকজনের সাথে কথা বললে তারা জানান পারভেজ দীর্ঘদিন ধরে শ্যামলীকে উত্যাক্ত করে।
তাই তাকে শায়েস্তা করতে এভাবে ডেকে মারপিট করা হয়েছে।তবে এত গভীর রাতে ডাকার কারন জানতে চাইলে তারা কোন সুদুত্তর দিতে পারেনি।
এ বিষয়ে পারভেজের পরিবারের সাথে কথা বলার চেষ্টা করা হলে তাদের বাড়ি পাওয়া যায়নি।তবে প্রতিবেশী কয়েকজন নাম না প্রকাশ করার শর্তে জানান শ্যামলীই বিভিন্ন সময় পারভেজকে ফোন করে ডাকে তাদের দুজনের প্রেমের সম্পর্ক আছে।পারভেজের পরিবার এ নিয়ে শ্যামলীর পরিবারকে বেশ কয়েকবার বারন ও করেছেন বলে জানা যায়।
নির্বাহী সম্পাদক