রংপুরের গঙ্গাচড়ায় বিয়ের স্বীকৃতির দাবিতে প্রেমিকের বাড়িতে অবস্থান করছে দশম শ্রেণির এক শিক্ষার্থী। উপজেলার সদর ইউনিয়নের আরাজিনিয়ামত গ্রামে শনিবার বিকেল থেকে অবস্থান নেয় ওই শিক্ষার্থী।
এলাকাবাসী ও থানা পুলিশ সূত্রে জানা যায়, ওই গ্রামের সৈয়দ হোসেনের ছেলে গোলাম রব্বানীর সাথে পাশ্ববর্তী গ্রামের সাদেকুলের কন্যা শাকিলা আক্তার রুমির প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। রুমি স্থানীয় বুড়িরহাট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী এবং রব্বানী একাদশ দ্বিতীয় বর্ষের ছাত্র। এরই মধ্যে গত বছরের ২৬ ডিসেম্বর নোটারি পাবলিকের মাধ্যমে ৩ লক্ষ ১ হাজার ১’শ ১ টাকা দেনমোহরে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় তারা।
এদিকে রব্বানীর অন্যত্র বিবাহ হচ্ছে এমন খবর শোনার পর গতকাল শনিবার বিকেলে প্রেমিকার বাড়িতে অবস্থান নেয় রুমি। গতকাল শনিবার বিকেলে গিয়ে দেখা যায়, বিয়ের স্বীকৃতির দাবিতে রব্বানীর বাড়িতে অবস্থান করছে রুমি। এ খবর পেয়ে বাড়িতে ভীড় করছেন স্থানীয় লোকজন। এসময় রব্বানীর মা রেজওয়ানা বলেন, বেশ কিছুদিন থেকে ছেলে ও মেয়ের মধ্যে মোবাইলে কথাবার্তা শুনি। স্থানীয় ইউপি সদস্য রেজাউর করিম রাজু ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বিষয়টি থানা পর্যন্ত গড়িয়েছে।
গঙ্গাচড়া মডেল থানার এসআই মিজানুর রহমান বলেন, এ ব্যাপারে মেয়ের বাবা সাদেকুল ইসলাম অভিযোগ করায়, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করা হবে।
নির্বাহী সম্পাদক