Home » প্রেম ও গানের সিনেমা ‘যাযাবর’

প্রেম ও গানের সিনেমা ‘যাযাবর’

ফয়সাল রদ্দি ও আসিফ ইসলাম পরিচালিত শিশুতোষ চলচ্চিত্র ‘পাঠশালা’ মুক্তি পায় গত বছরের ৩০শে নভেম্বর। ছবিটি সমালোচকদের নজর কেড়েছে। এই ছবির দুই পরিচালক ফয়সাল রদ্দি ও আসিফ ইসলাম এবার তৈরি করেছেন প্রেম ও গানের ছবি ‘যাযাবর’। এরই মধ্যে ছবিটির প্রথম লুক দেখা গেছে। নতুন ছবি প্রসঙ্গে পরিচালক ফয়সাল রদ্দি বলেন, আমাদের প্রথম চলচ্চিত্র ‘পাঠশালা’ মুক্তির আগেই দ্বিতীয় চলচ্চিত্র ‘যাযাবর’-এর গান নিয়ে কাজ শুরু করি।

বিষয়টি খুব সচেতনভাবেই গোপন করেছি। আমরা আসলে সময়ের অপচয় করতে চাইনি। সিনেমাই যেহেতু বানাতে এসেছি, থেমে না থেকে কাজে নেমে পড়ি।ছবির কাজ এখন প্রায় শেষের দিকে। ছবিটি সম্পর্কে ধারণা দেয়ার জন্য পোস্টার প্রকাশ করছি। ‘যাযাবর’ ছবির মধ্য দিয়ে পরিচালক ফয়সাল রদ্দি ও আসিফ ইসলাম বাংলাদেশের চলচ্চিত্রে নতুন এক জুটি উপহার দিচ্ছেন। তারা হলেন রকি খান ও ঐশ্বর্য। ছবির অন্য অভিনয়শিল্পীদের মধ্যে আছেন ফারহানা মিঠু, গাজী ফারুক, রহিম সুমন, তৌফিক আহমেদ প্রমুখ। জানা গেছে, ছবিতে ১৪টি গান থাকছে। এসব গানে কণ্ঠ  দেবেন বাংলাদেশ ও ভারতের জনপ্রিয় কয়েকজন শিল্পী। এ বছর দুই ঈদের মাঝামাঝি সময়ে ছবিটি মুক্তির কথা জানিয়েছেন ফয়সাল রদ্দি। 

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *