Home » সাবার সাফ কথা

সাবার সাফ কথা

দেশীয় টিভি চ্যানেল এখন একদমই দেখেন না। সোজাসাপ্টা সাফ কথা জানালেন জনপ্রিয় মডেল-অভিনেত্রী সোহানা সাবা। তার ভাষ্য, একটা সময় টেলিভিশনে অনুষ্ঠান দেখার জন্য অপেক্ষা করতাম। কিন্তু এখন দেখার মতো কী আছে? সব চ্যানেলে একই ধরনের অনুষ্ঠান প্রচার হচ্ছে। টিভি চ্যানেলগুলোতে মিউজিক্যালি যে লাইভ অনুষ্ঠান হয় সেগুলোতেও ঘুরেফিরে একই মুখ। আজ এই চ্যানেলে যে গান করছে কাল অন্য চ্যানেলে সেই গান আবার করছে। একই জিনিস একজন দর্শক কতবার দেখতে পারে? দিন শেষে টিভির সামনে যখন বসি তখন আমিও দর্শক।

দু-একটি ভালো অনুষ্ঠান যেগুলো প্রচার হচ্ছে সেগুলো গতানুগতিক অনুষ্ঠানের ভিড়ে খুঁজে পাওয়া যায় না।দর্শকদের টিভি চ্যানেলমুখী করার উপায় কী? এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, ভারতীয় চ্যানেলগুলো দর্শক কেন দেখছে? যদি এই বিষয়টি আমাদের চ্যানেল কর্তৃপক্ষরা দেখত তাহলে সমস্যার অর্ধেক সমাধান হয়ে যেত। দর্শক সব সময় নতুনত্ব খোঁজে। নতুন কিছু নিয়ে আসলে দর্শক অবশ্যই দেশীয় টিভি চ্যানেল দেখবে বলে আমি মনে করি। সাবা টিভি ও চলচ্চিত্র দুটোতেই অভিনয় করছেন। তবে এই সময়ে চলচ্চিত্রে বেশি ব্যস্ত বলে জানান তিনি।

খুব শিগগিরই ‘মধুর ক্যান্টিন’ শিরোনামের একটি ছবির শুটিং শুরু করবেন। ছবিটি প্রসঙ্গে সাবা বলেন, ১৯৫৫ সাল থেকে শুরু করে ১৯৭১ সালের উল্লেখযোগ্য কিছু ঘটনা নিয়েই এই চলচ্চিত্রটি নির্মিত হচ্ছে। সেই সময়ের একটি চরিত্রে আমাকে দেখা যাবে। এদিকে সাবা প্রথমবারের মতো ‘আব্বাস’  শিরোনামের একটি বাণিজ্যিক ছবিতেও অভিনয় করছেন তিনি। এটি নির্মাণ করছেন সাইফ চন্দন। এই ছবিতে সাবার বিপরীতে দেখা যাবে মডেল-অভিনেতা নিরবকে। এদিকে মুক্তির অপেক্ষায় রয়েছে তার অভিনীত ‘এপার ওপার’ শিরোনামের একটি ছবি। 

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *