Home » বাবর বক্স ও আয়সা বেগম বিবাহ সম্পন্ন, সকলে কাছে দোয়া কামনা

বাবর বক্স ও আয়সা বেগম বিবাহ সম্পন্ন, সকলে কাছে দোয়া কামনা

সিলেট :: বিয়ের পিঁড়িতে বসলেন বিশিষ্ট ব্যবসায়ী মো. বাবর বক্স। তিনি ওসামনীনগর থানার জয়ফরপুর গ্রামের মো. আব্দুন নুর বক্স ও মোছা: আমজা বেগমের ২য় ছেলে। মো. বাবর বক্স দক্ষিণ সুরমা থানার আলী নগর গ্রামের মরহুম আপ্তাব আলী ও গেদনী বেগমের কন্যা মোছা. আয়সা বেগমের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।

রোববার ৩ ফেব্র“য়ারী বাদ জোহর সিলেটের লালাবাজারস্থ একটি অভিজাত কমিউনিটি সেন্টার তার বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়। তার বিয়েতে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনিক কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সুশীল সমাজের প্রতিনিধি এবং সাংবাদিকসহ সর্বস্তরের মানুষের উপস্থিত ছিলেন। এসময় আগত নেতৃবৃন্দ মো. বাবর বক্স ও মোছা: আয়সা বেগমের দাম্পত্য জীবনে সুখ সমৃদ্ধ ও সফলতা কামনা করেন।

এসময় উপস্থিত ছিলেন, সিলেট জেলা আওয়ামীলীগের সদস্য আলহাজ্ব মো. মঈনুল ইসলাম, ওসমানীনগর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোসলিমা আক্তার চৌধুরী, বিশিষ্ট সমাজসেবক যুক্তরাজ্য প্রবাসী তৌরিছ খান, দক্ষিণ সুরমা উপজেলা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, পরিবহণ শ্রমিক নেতা মো. আব্দুস সালাম, সিলেট জেলা অটোরিক্সা সিএনজি শ্রমিক ইউনিয়ন ৭০৭ এর সদস্য রাজা আহমদ রাজা, জগন্নাথপুর থানা আউশকান্দি ইউনিয়ন ছাত্রলীগের সিনিয়র সহ সভাপতি সায়েম কবির। বিয়েতে আমন্ত্রিত অতিথিরা নগদ অর্থসহ অন্যান্য উপহার সামগ্রী প্রদান করেন।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *