Home » পররাষ্ট্রমন্ত্রীকে খাদিমনগর ইউপির দপ্তরীদের সম্মাননা

পররাষ্ট্রমন্ত্রীকে খাদিমনগর ইউপির দপ্তরীদের সম্মাননা

সিলেট সদর উপজেলার ৩নং খাদিমনগর ইউনিয়নের হাজী আব্দুস ছামাদ মেমোরিয়াল একাডেমিতে আয়োজিত অনুষ্ঠানে সিলেট-১ আসনে নব নির্বাচিত সংসদ সদস্য ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্রমন্ত্রী এ. কে. আব্দুল মোমেনকে সম্মাননা ও স্মারক লিপি প্রদান করা হয়েছে। 

শনিবার সিলেট সদর উপজেলা ৩নং খাদিমনগর ইউনিয়নের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী কাম নৈশ প্রহরী (অফিস সহায়ক)-এর পক্ষ থেকে এ সম্মননা ও স্মারক লিপি প্রদান করা হয়। এ সময় সিলেট সদর উপজেলার চেয়ারম্যান আলহাজ্ব আশফাক আহমেদও উপস্থিত ছিলেন। স্মারকলিপিতে তারা পরাষ্ট্রমন্ত্রীকে তাদের জীবনমান উন্নয়নের জন্য চাকুরি স্থায়ীকরণসহ সকল প্রকার সরকারি সুযোগ সুবিধার অনুরোধ জানান। 

সম্মাননা ও স্মারক লিপি প্রদান করেন ফরিংউরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মো. সাইফুল আলম, লাউগুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মো. শামিম আহমেদ, চাঁনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ঝলক কান্তি দেব, রাখালগুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিকাশ শীল প্রমুখ।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *