Home » ওমেডিকেহা’তে জন্মগত বাঁকা পা চিকিৎসার হাজার তম মাইল ফলক পার করলো

ওমেডিকেহা’তে জন্মগত বাঁকা পা চিকিৎসার হাজার তম মাইল ফলক পার করলো

সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ওয়াক ফর লাইফ ক্লিনিক জন্মগত বাঁকা পা বা মুগুর পা শিশুকে চিকিৎসা সেবার ১০০০তম মাইল ফলক পার করলো।

শনিবার ১০০০তম মুগুর পা শিশুকে চিকিৎসা সেবা প্রদান উপলক্ষে কেটে দিনটিকে  স্মরণীয় করে রাখা হয়। এবং চিকিৎসা সেবা নিতে আসা জন্মগত বাঁকা পা বা মুগুর পা শিশুদের নিয়ে বিশিষ অনুষ্ঠানের আয়োজ কারা হয়। 

এতে প্রধান অতিথি ছিলেন- হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডাঃ এ কে মাহবুবুল হক।

বিশেষ অথিথি হিসেবে উপস্থিত ছিলেন- অর্থপেডিক বিভাগের সহযোগী অধ্যাপক ডাঃ কামরুল আলম, ডাঃ শ্যামল চন্দ্র বর্মণ- আর এস ক্যাজুয়ালিটি, দি গেস্ননকো ফাউন্ডেশনের কান্ট্রি ডিরেক্টর ও ডোনার কলিন মেক ফারলেন, কান্ট্রি রিপ্রেসেন্টেটিভ রাজিয়া সুলতানা, রোটারি ক্লাব অফ সিলেট এলিগ্যান্সের সদস্যবৃন্দ, এনামুল ইসলাম ও ওয়াক ফর লাইফের সিলেট বিভাগীয় ক্লিনিক ইনচার্জ ও ফিজিওথেরাপিস্ট মারুফ আহমেদ চৌধুরী এবং শতাধিক মুগুর পা মুক্ত শিশু সহ তাদের বাবা-মা উপস্থিত ছিলেন।

উল্লোখ্য যে, ২০১০ সালের জুন মাস হতে দি গেস্ননকো ফাউন্ডেশন পরিচালিত ওয়াক ফর লাইফ, জন্মগত বাঁকা পা বা মুগুর পায়ের চিকিৎসা অএ হাসপাতালের অর্থোপেডিক বিভাগের অধীনে সংস্থাটির কার্যক্ষম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় শনিবার ২০১৯ এ ১০০০ শিশুদের অন্তর্ভুক্ত হলো এবং চিকিৎসা সেবার হাজার তম মাইল ফলক পার করলো। সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ওয়াক ফর লাইফ ক্লিনিক সম্পুর্ণ বিনা মূল্যে এই চিকিৎসা সেবা প্রদান করে থাকে। 

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *