Home » সিলেটে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু

সিলেটে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা ২০১৯ আজ (শনিবার) থেকে শুরু হয়েছে। সিলেট শিক্ষা বোর্ডসহ দেশের ১০টি শিক্ষাবোর্ডে সকাল ১০টায় একযোগে এ পরীক্ষা শুরু হয়। আজ বাংলা প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

সিলেটে শিক্ষাবোর্ডের অধিনে এবার  এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছে ১ লাখ ১৩ হাজার ৪শ’ ৭২ জন পরীক্ষার্থী। এদের মধ্যে ছাত্র ৪৯ হাজার ১শ’ ৯৩ জন ও ছাত্রী ৬৪ হাজার ২শ’ ৭৯ জন। সিলেট অঞ্চলের ৪ জেলায় মোট ১৩১টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এরমধ্যে সিলেটে ৫০, হবিগঞ্জে ২৯, মৌলভীবাজারে ২৩ ও সুনামগঞ্জে ২৯টি কেন্দ্র রয়েছে।

পরীক্ষা সুষ্ঠ ও শান্তিপূর্ণ পরিবেশে আয়োজনের জন্য চূড়ান্ত প্রস্তুতি নিয়েছে সিলেটের প্রশাসন।

সিলেট শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. কবির আহমদ জানান, সুষ্ঠ ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা গ্রহণের জন্য সিলেট বিভাগের সকল কেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্ত ব্যবস্থা করা হয়েছে। এছাড়া ৩১টি ভিজিল্যান্স টিম গঠন করা হয়েছে। এবার পরীক্ষা কেন্দ্রে কেন্দ্রসচিব ছাড়া আর কেউ মোবাইল ব্যবহার করতে পারবেন না।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *