বৃহত্তর সিলেট এর যুবদের নিয়ে তৈরি কৃত সংগঠন শুদ্ধবার্তা যুব ঐক্য ফাউন্ডেশন ‘যুবদের জন্য কাজ করি আমরা’ এই স্লোগান কে সামনে রেখে আমরা নিজেদের পাশাপাশি অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল shuddhobarta24.com নামে যুব উদ্দ্যেক্তা তৈরিতে কাজ করে যাচ্ছি।বিগত ১লা নভেম্বর ২০১৭ যুব দিবসের দিন আমরা পরিকল্পনা করি যুবদের চিন্তাভাবনা ও আন্তরিকতা উদ্দেশ্য আমরা
shuddhobarta24.com নামে ‘শুদ্ধ পথে সত্যের সন্ধানে’ স্লোগানে একটি অনলাইন নিউজ পোর্টাল নামকরণ করি এবং ডোমেইন ও হোস্টিং ক্রয় করার সিন্ধান্ত নেই । সর্ব সিন্ধান্ত ক্রমে ১ ফেব্রুয়ারী মঙ্গলবার ২০১৮ তে ডোমেইন ও হোস্টিং ক্রয় করি। পরবর্তীতে আমরা আনুষ্ঠানিক ভাবে ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসের দিন সবুজের বুকে লাল লগো সংবলিত আমরা যুবদের জন্য প্রিয় পোর্টাল হিসেবে shuddhobarta24.com শুভারম্ভ করা হয়।
কিন্তু বিগত কিছু দিন আগে shuddhobarta.news.blog নামে একটি ব্লগ পাওয়া যায়। পরবর্তীতে shuddhobarta24 টিম ইন্টারনেটে অনুসন্ধান চালিয়ে শুদ্ধবার্তা নামে ফেসবুক পেইজ www.facebook.com/shuddhobartanews পাওয়া যায় । এবং একটি ভিডিও টিউব ব্লগের সন্ধান পাওয়া যায়। ভিডিও টিউব ব্লগটি
http://www.ndtvh.com/channel/UCtWgqMlKLANQMrrA49_2_vg
http://ndtvh.com/channel/UCtWgqMlKLANQMrrA49_2_vg
থেকে অনুসন্ধান চালিয়ে আতিকুর রহমান আতিক নামে এক ব্যক্তির নাম পাওয়া যায়। যার আইডি https://www.facebook.com/Atik.artist ।
shuddhobarta.news.blog, www.facebook.com/shuddhobartanews ও
http://www.ndtvh.com/channel/UCtWgqMlKLANQMrrA49_2_vg
এবং https://www.facebook.com/Atik.artist এই নামে আমাদের shuddhobarta24.com পরিবারের সাথে কোন সমপৃক্ততা নেই।
এই ব্লগ যদি কোন প্রকার দেশ দ্রোহি ও রাষ্ট্রদ্রোহী এবং উস্কানী মূলক বা গুজব চড়ায় তা হলে shuddhobarta24.com পরিবার কোন ভাবে বর্তমানে ও ভবিষ্যতে দায় নিবেনা।বর্তমান প্রেক্ষিতে আমরা shuddhobarta24.com পরিবার সর্ব সম্মতিতে আইনানুগ ব্যবস্থা পক্রিয়াদিন রহিয়াছে।
নির্বাহী সম্পাদক